পর্যটন কেন্দ্রে ভরপুর আমাদের ভারতবর্ষ। পাহাড়, সমুদ্র, জঙ্গল, মন্দির, ঐতিহাসিক স্থান আরও কত কী রয়েছে। গরমের ছুটিতে যারা শুধু পাহাড় কিংবা সমুদ্রে ঘুরতে চাইছেন না তাদের জন্য আজকের এই প্রতিবেদনে রইলো ভারতের ১০টি সেরা জায়গার তালিকা। গরমে ঘোরার জন্য মনোরম আবহাওয়া থাকে এই জায়গাগুলোতে। তাই এইবার বেড়ানোর প্ল্যান করার আগে একবার নজর বুলিয়ে নিন এই তালিকায়।
হাম্পি : কর্ণাটকের হাম্পি শহর ঐতিহাসিক ঐতিহ্য সমৃদ্ধ শহর। এখানে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ রয়েছে। এখানে অনেক প্রাচীন স্থাপত্য, মন্দির ও পুরনো আমলের বাজার রয়েছে। এই শহর ১৬০০ বছরের পুরনো ইতিহাসকে বুকের মধ্যে বহন করছে। বর্তমানে এটি কর্ণাটকের বেলারি জেলায় অবস্থিত।
অজন্তা ও ইলোরা গুহা : মহারাষ্ট্রের অজন্তা এবং ইলোরা গুহাও ঐতিহাসিক গুরুত্ব সমৃদ্ধ স্থান। ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই স্থানকে। প্রাচীন ভারতীয় শিল্পকলার নিদর্শন রয়েছে এখানে। এখানে গুহার গায়ে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের খোদাই এবং চিত্রকলা রয়েছে।
কুমারাকম : কেরলের কুমারকমেও কাটিয়ে আসতে পারেন গরমের ছুটিটা। ব্যাক ওয়াটারের সৌন্দর্য আপনাকে মোহিত করবে। এখানে হাউজবোটের সাহায্যে ক্রুজ সফরের মজা নিতে পারেন।
কচ্ছের রণ : গুজরাটের কচ্ছের রণেও কাটিয়ে আসতে পারেন কয়েকটা দিন। গুজরাটের উত্তর পশ্চিম দিকে অবস্থিত সাদা বালি বিস্তৃত এই মরুভূমি পর্যটকরা খুবই পছন্দ করেন। এখানকার লোকনৃত্য, সংগীত, সংস্কৃতি এবং স্থানীয় জীবনধারা পর্যটকদের আকর্ষণ করে।
লেহ-লাদাখ : যদি পাহাড়ে যেতে চান তাহলে ঘুরে আসতে পারেন লেহ লাদাখ থেকে। হিমালয়ের পাদদেশে অবস্থিত বরফে ঢাকা এই জায়গা অ্যাডভেঞ্চার প্রেমীদের খুবই আকর্ষণ করে।
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান : আসামে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকেও কাটিয়ে আসতে পারেন গরমের ছুটিটা। যারা বন্যপ্রাণী এবং প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য এই জায়গা একেবারে আদর্শ। এখানে এক শৃঙ্গ গন্ডার সহ আরও অনেক বন্যপ্রাণী দেখতে পাবেন।
খাজুরাহো : মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাহের মন্দিরেও দেশ-বিদেশ থেকে পর্যটকরা ঘুরতে আসেন। মন্দিরের গায়ে ভারতীয় সংস্কৃতি, শিল্পকলা এবং স্থাপত্যের নিদর্শন রয়েছে।
বারাণসী : উত্তরপ্রদেশের বারাণসী শহরে অসংখ্য মন্দির রয়েছে। সারা বছরই এখানে দেশ-বিদেশ থেকে ভক্তদের ভিড় থাকে। গঙ্গা নদীর তীরে বারাণসী ঘাটের সৌন্দর্য খুবই সুন্দর।
আরও পড়ুন : বিশ্বের অদ্ভুত ৪ দেশ যেখানে থাকা খাওয়ার জন্য টাকা দেয় সরকার
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ : বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও প্রচুর মানুষের ভিড় থাকে। এখানে সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীর, সামুদ্রিক জীবন, বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা পর্যটকদের আকর্ষণ করে।
আরও পড়ুন : পুরীতে গিয়ে ভুলেও করবেন না এই ১০ কাজ, নাহলে চরম বিপদে পড়বেন
সুন্দরবন : দূরে কোথাও যেতে না চাইলে ঘুরে আসতে পারেন পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, সুন্দরবন আদতে ভয়ংকর সুন্দর। আবার এখানে অনেক রকম পরিযায়ী পাখি দেখতে পাবেন।