এই বছরের শুরুতেই গুজরাটের জামনগরে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানের জমকালো আয়োজন চোখ ধাঁধিয়ে দিয়েছিল গোটা বিশ্বের। আগামী জুলাই মাসে অনন্ত এবং রাধিকার বিয়ে। বিয়ের আগে আরও একবার তাদের প্রাক বিবাহ অনুষ্ঠান হবে। তবে এবারের আয়োজন হবে আন্তর্জাতিক স্তরে। কী কী আয়োজন থাকছে তাতে? জানলে সত্যিই ঘুরে যাবে মাথা।
অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহের অনুষ্ঠান শুরু হয়েছে ২৮ শে মে থেকে। চলবে ৩০ শে মে পর্যন্ত। এরপরেও আবার দুদিন ধরে পার্টি চলবে। দ্বিতীয় প্রাক বিবাহের এই অনুষ্ঠান একটি প্রমোদতরীতে আয়োজন করা হয়েছে। সমুদ্রপথে ৩ দিন ধরে অনুষ্ঠান চলবে। ইতালি থেকে দক্ষিণ ফ্রান্সের দিকে রওনা দেবে এই প্রমোদতরী। তাতে বলিউড তারকা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা উপস্থিত থাকবেন।
অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে হাজির হয়েছেন সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, মহেন্দ্র সিং ধোনী, সাক্ষী ধোনীরা। শাহরুখ খানও এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সেই প্রমোদতরীর অন্দরমহলে নানা ছবি ভাইরাল হতে শুরু করেছে। বিলাসবহুল এই জাহাজে আমোদ-প্রমোদের কোনও কমতি নেই কোথাও।
এই জাহাজে অতিথিদের থাকার জন্য বিলাসবহুল ঘর রয়েছে। পার্টির জন্য আলাদা জায়গা রয়েছে। রয়েছে সুইমিং পুল, খেলাধুলার জায়গা। ২৮ শে মে মধ্যাহ্নভোজ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। রাতেও রাজকীয় নৈশ ভোজের ব্যবস্থা হয়েছে। এই দুই বেলার জন্য আলাদা আলাদা ড্রেস কোডের ব্যবস্থাও হয়েছে। দ্বিতীয় দিনে অর্থাৎ ২৯ শে মে এই জাহাজ রোমে হাজির হবে। এই থিমের নাম রাখা হয়েছে রোমান হলিডে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার পাশাপাশি গোটা রোম শহর ঘুরে দেখতে পারবেন অতিথিরা।
২৯ শে মে সন্ধ্যার সময় প্রাচীন রোমের থিমে আরও বড় পার্টির আয়োজন করা হয়েছে জাহাজের মধ্যে। ৩০ শে মে আরাম করবেন সকলে। তার জন্য দিনের বেলাতে বিশেষ কোনও আয়োজন রাখা হয়নি। তবে ঐদিন রাতে কানে একটি পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে মাস্ক পরে বলরুম ডান্সের আয়োজন রয়েছে। এরপর আফটার পার্টির ব্যবস্থা আছে।
চতুর্থ দিনে অর্থাৎ ৩১শে মে পোর্তোফিনোয় আবারও পার্টির ব্যবস্থা হয়েছে। এই পার্টির থিম রাখা হয়েছে ইতালিয়ান সামার। এই দিন আকাশ আম্বানি এবং শ্লোকা আম্বানির মেয়ে বেদা আম্বানির ১ বছরের জন্মদিন। কাজেই পার্টি হবে না তা কি হয়। এই দিনে সকলের ড্রেস কোড রাখা হয়েছে প্লে ফুল।
আরও পড়ুন : বিশ্বের অদ্ভুত ৪ দেশ যেখানে থাকা খাওয়ার জন্য টাকা দেয় সরকার
View this post on Instagram
আরও পড়ুন : এক ধাক্কায় কমে গেল সিকিম ঘোরার খরচ, জলের দরে ঘুরে আসুন গ্যাংটক
ইতালি থেকে ফ্রান্সের পথে এই জাহাজ মোট ৪,৩৮০ কিলোমিটার পথ পাড়ি দেবে। ৮০০ জন অতিথি অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে। সবমিলিয়ে এই অনুষ্ঠানের পেছনে খরচ হচ্ছে ১০০০ কোটি টাকা। এর আগে গুজরাটের জামনগরের অনুষ্ঠানের জন্য খরচ হয়েছিল ১২৬০ কোটি টাকা। আগামী ১২ ই জুলাই লন্ডনে অনন্ত এবং রাধিকার আনুষ্ঠানিক বিয়ে হবে।