বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন অনন্ত-রাধিকা? হানিমুনের বাজেট শুনলে চমকে যাবেন

Published on:

Anant Ambani And Radhika Merchant Honeymoon Destinations

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে আগামী ১২ ই জুলাই। ভারত তথা এশিয়ার সবথেকে হাই বাজেটের বিয়ে হতে চলেছে এটি। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা। বিয়ের আয়োজনে কোনও ত্রুটি রাখছেন না তারা। গুজরাটের জামনগরে বসেছিল প্রাক বিয়ের অনুষ্ঠান। এরপর ক্রুজ মারফত ইউরোপ ভ্রমণ হয়েছিল জমকালো ভাবে। বিয়ের পর হানিমুনটাও যে নেহাত ছোটখাটো হবে না তা বলাই বাহুল্য। হানিমুনে কোথায় কোথায় যেতে পারেন নব দম্পতি? প্রকাশ্যে সেই তালিকা।

দক্ষিণ আফ্রিকা

বিয়ের পর নাকি দক্ষিণ আফ্রিকা যেতে পারে না রাধিকা এবং অনন্ত। আম্বানিদের ব্যক্তিগত জেট রয়েছে। তাতে চড়ে ১৫ দিনের আফ্রিকা ট্যুর সেরে ফেলতে পারেন। প্রাইভেট সাফারি থেকে হেলিকপ্টার, সবই হবে। খরচ হতে পারে দেড় কোটি টাকা।

Fiji

ফিজি দ্বীপপুঞ্জ

আম্বানিদের খুবই প্রিয় বেড়ানোর জায়গা হল ফিজি। এখানে অনেকগুলো বিলাসবহুল দ্বীপ রয়েছে। এখানে ভারতীয়দের সংখ্যা অনেক বেশি। এখানকার ৩৭ শতাংশ মানুষ হিন্দিতে কথা বলেন। ফিজি দ্বীপপুঞ্জকে মিনি হিন্দুস্তানও বলা হয়।

বোরা বোরা দ্বীপ

প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ফ্রেঞ্চ পলিনেসিয়ার অন্যতম একটি খুবই সুন্দর দ্বীপ হল বোরা বোরা। এই জায়গা আসলে আম্বানি পরিবারের খুবই প্রিয়। প্রায় ৪০ বছর আগে এখানে অগ্নুৎপাত হয়েছিল যার ফলে দ্বীপের সৃষ্টি হয়। এখানে অসংখ্য সৈকত রয়েছে।

Bora Bora

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ

জামাইকা, বাহামা, বার্বাডোজের মত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ৪ টি বড় দ্বীপ এবং ৫০ টি ছোট ছোট দ্বীপ রয়েছে। এখানে রয়েছে সাদা বালির সৈকত। এখানে বোটিং, সার্ফিং, স্কুবা ডাইভিং করতে পারবেন। তবে এখানে প্রতি রাতের খরচ হয় ৩৫ লক্ষ টাকা।

আরও পড়ুন : বিশ্বের অদ্ভুত ৪ দেশ যেখানে থাকা খাওয়ার জন্য টাকা দেয় সরকার

Seychelles

আরও পড়ুন : বিশ্বের ১০টি নতুন দেশ, যেগুলোর নাম ৯৯% মানুষ জানেন না

সেশেলস

বিশ্বের সবথেকে ব্যয়বহুল হানিমুন ডেস্টিনেশন হল সেশেলস। একমাত্র হেলিকপ্টারে চেপে এখানকার রিসোর্টগুলোতে পৌঁছাতে হয়। এখানে একদিনে থাকার খরচ ৩ লক্ষ টাকা। যদিও সেসব আম্বানি পরিবারের জন্য চিন্তার কোনও বিষয়ই নয়।