পোষ্য কুকুরকে নিয়ে বেড়াতে যাবেন? জেনে নিন ভারতীয় রেলের কিছু নিয়ম

Published on:

All You Need To Know About Travel With Pet Rules By Train In India

বেড়াতে যেতে কে না ভালবাসে? তবে বাড়িতে পোষ্য থাকলে অনেকেই তাকে বাড়িতে একা রেখে দূরে কোথাও যেতে চান না। কিন্তু জানেন কি ভারতীয় রেলে পোষ্য নিয়ে যাতায়াতের ভালো সুবিধা রয়েছে? কুকুর কিংবা বিড়ালের মত প্রাণী নিয়ে আপনি আরামসে যাতায়াত করতে পারবেন ট্রেনে। শুধু মেনে চলতে হবে কিছু নিয়ম। এক নজরে জেনে নিন সেই নিয়মগুলি।

ভারতীয় রেল আইনের ৭৭ A ধারা অনুসারে রেলের কামরাতে আপনি আপনার পোষ্য নিয়ে যাতায়াত করতে পারবেন। এর জন্য প্ল্যাটফর্মের পার্সেল বুকিং কাউন্টারে আলাদা করে টিকিট বুক করতে হবে। এই টিকিটের মাধ্যমে সেকেন্ড এসির ব্রেক ভ্যান বা লাগেজ বক্সে পোষ্যকে নিয়ে সফর করা যাবে।

TRAVEL WITH PET

আপনার পোষ্যের ওজন এবং আকারের উপর ভিত্তি করে কিছু নিয়ম রয়েছে রেলের। আপনি আপনার পোষা প্রাণীর সঙ্গে একই কোচে ভ্রমণ করতে পারবেন। তার জন্য টাকা দিতে হবে। কুকুর নিয়ে যেতে চাইলে ৩০ টাকার টিকিট কাটতে হবে। শুধু কুকুর নয়, গাধা, ভেড়া, ছাগল, পাখি কিংবা ছোট পোষ্যদের ক্ষেত্রে ত্রিশ টাকা মূল্য দিতে হয়।

যদি ট্রেনে উট, খচ্চর, গরু, মোষ বা কোনও শিং ওয়ালা পশু নিয়ে নিতে চান তাহলে ২০০ টাকা টিকিট কাটতে হবে। ঘোড়ার দাম পড়বে ৭৫০ টাকা। হাতি নিয়ে যেতে চাইলে ১৫০০ টাকা দিতে হবে। টিকিট আপনি অনলাইনে কাটতে পারেন। এসি 2 টায়ার, এসি 3 টায়ার, এসি চেয়ার কার, স্লিপার ক্লাস এবং দ্বিতীয় শ্রেণির কোচে পোষ্যদের নিয়ে যাওয়ার অনুমতি ছিল না এতদিন। ট্রেনে পোষা প্রাণী নিয়ে সফর করতে গেলে কিছু নিয়ম মানতে হবে। জেনে নিন সেগুলো কী কী।

TRAVEL WITH PET

  • পোষা প্রাণীর যেন অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেওয়া থাকে। টিকিট কাটার সময় কুকুরের জাত, রং এবং লিঙ্গ উল্লেখ করে ভেটেরিনারি সার্টিফিকেট রাখতে হবে সঙ্গে। কুকুরদের ক্ষেত্রে ছোট বা বড় আকারের বিদেশি কুকুর নিয়ে যেতে চাইলে প্রথম শ্রেণীর বা প্রথম শ্রেণীর এসি কামরাতে নিয়ে যেতে পারবেন গোটা কামরা বুক করে।
  • প্রথম শ্রেণী বা প্রথম শ্রেণীর এসি কামরাতে আপনার পোষ্যের কারণে যদি অন্যান্য যাত্রীরা বিরক্ত হন বা অভিযোগ করেন তাহলে টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে না।
  • পোষা প্রাণীর খাদ্য এবং পানীয় মালিককেই বহন করতে হবে।

আরও পড়ুন : ট্রেনের লেডিস কামরায় প্রবেশ করায় গ্রেফতার ৩ লক্ষ পুরুষ, প্রকাশ্যে রেলের চাঞ্চল্যকর রিপোর্ট

  • পোষা প্রাণী বহন করার জন্য দুই রকম নিয়ম রয়েছে রেলের। প্রথমত আপনি পোষ্যকে নিজের সঙ্গে রাখতে পারবেন। এছাড়া আপনি লাগেজ ভ্যানে নিজের লাগেজের সঙ্গে তাকে রাখতে পারবেন।
  • ট্রেনে সফরকালে পোষা প্রাণীর কোনও ক্ষতি হলে রেল তার দায়িত্ব নেবে না। পশুমৃত্যু, অসুস্থতা কিংবা ট্রেন দুর্ঘটনার কারণে পোষা প্রাণীর ক্ষতি হলে রেল তার জন্য দায়বদ্ধ নেই। ক্ষতিপূরণ পাওয়া যাবে না।
  • পশু সরবরাহ করার পর গ্রহিতা যদি স্টেশনে পৌঁছাতে দেরি করেন তাহলে রেল তার জন্য অপেক্ষা করবে না।

আরও পড়ুন : এবার গভীর রাতেও মিলবে মেট্রো! বাড়লো ট্রেনের সময়সীমা, দেখুন মেট্রোর নতুন টাইম টেবিল

  • যদি পোষা প্রাণীর জন্য টিকিট না কাটেন সেক্ষেত্রে ধরা পড়লে ছয় গুণ পর্যন্ত বেশি জরিমানা দিতে হতে পারে।
  • পোষা প্রাণী নিয়ে যেতে হলে বড় আকারের ডগ বক্স নিতে পারেন। তার জন্য দশ টাকা অতিরিক্ত ভাড়া দিতে হবে। তবে ছোট কুকুরের ক্ষেত্রেই কেবল ডগ বক্সের সুবিধা পাওয়া যায়। বড় আকারের কুকুর হলে তাকে ব্রেক ভ্যানে নিয়ে যেতে হবে।