যখন দূরপাল্লার ট্রেনে কোথাও যাওয়ার থাকে তখন আগে থাকতেই টিকিট কেটে রাখতে হয়। অনেক সময় টিকিট সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। যাত্রীদের ওয়েটিং লিস্টে থাকতে হয়। কনফার্ম হলে তবে যাত্রীদের সিট বুকিং হবে। ভারতীয় রেলে ৯ রকম ভাগ রয়েছে ওয়েটিং লিস্টের। যেমন RAC, RQWL,PQWL,GNWL ইত্যাদি। এর মধ্যে কোনটার কী সুবিধা জানেন? না জানলে জেনে নিন এই প্রতিবেদন থেকে।
ভারতীয় রেলে কত রকমের ওয়েটিং লিস্ট হয়?
Reservation Against Cancellation
RAC : যে সকল যাত্রী RAC লেখা টিকিট পেয়েছেন তারা আদতে নিশ্চিত টিকিট পেয়েছেন। তারা বার্থ পাবেন ট্রেনে যাতায়াতের জন্য। যদি চার্ট তৈরির পর টিকিট RAC হয় তার অর্থ তিনি অর্ধেক বার্থ পেয়েছেন। অর্থাৎ ওই যাত্রীকে অন্য আরেক যাত্রীর সঙ্গে বার্থ শেয়ার করতে হবে।
GNWL : এটা হল সাধারণ ওয়েটিং লিস্ট। যে সকল যাত্রী ট্রেনের যাত্রা শুরুর স্টেশন থেকে কিংবা তার কাছাকাছি কোনও স্টেশন থেকে ট্রেনে উঠবেন তাদের নাম এই ওয়েটিং লিস্টের তালিকায় থাকে। এক্ষেত্রে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
PQWL : ট্রেন যেখান থেকে ছাড়বে সেখান থেকে মাঝের কোনও স্টেশন পর্যন্ত যাওয়ার থাকলে এই ওয়েটিং লিস্টে নাম থাকবে। আবার ট্রেন যাত্রার মাঝের স্টেশন থেকে ট্রেনে উঠে গন্তব্য স্থল পর্যন্তও যাওয়া যাবে। এক্ষেত্রে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কম থাকে।
RLWL : দূরপাল্লার ট্রেনের যাত্রা পথে কিছু গুরুত্বপূর্ণ স্টেশন রিমোট লোকেশন হিসেবে চিহ্নিত করা থাকে। রিমোট লোকেশনের জন্য কিছু সিট বরাদ্দ থাকে। যদিও আসন সংখ্যা খুব কম থাকে। এই টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনাও এক্ষেত্রে কম থাকবে।
RSWL : যদি কোনও যাত্রীর নাম এই ধরনের ওয়েটিং লিস্টের তালিকা ভুক্ত হয় তার অর্থ ট্রেনের যাত্রা শুরু করার পর স্টেশন থেকে যাত্রাপথের মাঝের কোনও স্টেশনের টিকিট কেটেছেন ওই ব্যক্তি।
RQWL : ট্রেনের যাত্রা শুরু হওয়ার পর মাঝের দুটো স্টেশনের মধ্যে যাত্রার জন্য যিনি টিকিট কেটেছেন তার নাম এই তালিকার অন্তর্ভুক্ত হয়। রেলের কোনও কোটাতেই যখন ওয়েটিং লিস্টে জায়গা পাওয়া যায় না তখন এই তালিকায় নাম থাকে।
NOSB : এটা অবশ্য কোনও ওয়েটিং লিস্ট নয়। ১২ বছরের কম বয়সী শিশু অর্ধেক ভাড়াতে ভ্রমণ করতে পারবেন এই টিকিট কাটলে। তবে তাকে কোনও সিট দেওয়া হবে না।
CNF : এই কোটার যাত্রীরা একটি সম্পূর্ণ বার্থ পাবেন। তবে এসি ফার্স্ট ক্লাস টিকিট কাটার সময় বার্থের ডিটেলস নাও দেওয়া হতে পারে। চার্ট তৈরির সময় যাত্রীর টিকিটের ম্যানুয়াল সিলেকশন হয় এখানে।
TQWL : TQWL -এর মাধ্যমে তৎকাল টিকিট পাওয়া যায়। ওয়েটিং লিস্টের টিকিট প্রথমে RAC হয় ও পরে কনফার্ম হয়। তবে তৎকাল কোটার টিকিট RAC হয় না। এই টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম থাকে।
আরও পড়ুন : বাপ বাপ বলে কনফার্ম হবে সিট, টিকিট বুকিং করার সময় করুন এই একটি কাজ
এছাড়াও অন্যান্য কোটা
- Out Station : অন্যান্য শহরের টিকিট এজেন্সিদের জন্য।
- Head Office/High Official : রেলওয়ে কর্মকর্তাদের জন্য।
- Parliament House : মন্ত্রী, সংসদের সদস্য বা আমলাদের জন্য।
- Defence : প্রতিরক্ষা কর্মীদের জন্য।
- Foreign Tourist : বিদেশি পর্যটকদের জন্য।
- Handicapped Person : প্রতিবন্ধী যাত্রীদের জন্য।
- LD or LQ (Ladies) : মহিলা যাত্রীদের জন্য।
- Duty Pass : রেলের কর্মচারী এবং তাদের পরিবারের জন্য।
- Emergency Quota : জরুরী ভ্রমণের জন্য।
আরও পড়ুন : চলন্ত ট্রেনে কীভাবে নিজের সিট বদলাবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি
ওয়েটিং লিস্টের স্টেটাস কীভাবে চেক করতে হয়?
নিজের PNR নম্বর ব্যবহার করে https://www.indianrail.gov.in/ ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন আপনার টিকিটের স্টেটাস কী।