ভারতীয় রেলে ট্রেন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের একটি কোটা হল RAC অর্থাৎ রিসার্ভেশন এগেইনস্ট ক্যান্সলেশন। দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে যারা টিকিট কাটেন তাদেরকে অনেক সময় ওয়েটিং লিস্টে থাকতে হয়। এই ওয়েটিং লিস্টের টিকিটের অনেকগুলো ভাগ থাকে। যার দরুন আলাদা আলাদা সুযোগ সুবিধা পান যাত্রীরা। RAC টিকিটের ক্ষেত্রে কী কী সুবিধা? জেনে নিন।
RAC টিকিটের মানে কী?
ধরা যাক কোনও ব্যক্তি ট্রেনের টিকিট কাটলেন তবে কনফার্ম টিকিট পেলেন না। সে ক্ষেত্রে তাকে RAC এর আওতায় রাখা হল। এতে তিনি ট্রেনে যাওয়ার অনুমতি তো পাবেন কিন্তু রেল তাকে বার্থ দেওয়ার গ্যারান্টি দিতে পারবে না। এক্ষেত্রে ওই ব্যক্তিকে অন্য আরেকজন RAC টিকিটের যাত্রীর সঙ্গে বার্থ ভাগ করে নিতে হবে। এক্ষেত্রে আপনি তখনই একটি খালি বার্থ পাবেন যদি শেষ মুহূর্তে কোনও কনফার্ম সিট বুকিং ক্যানসেল হয় এবং অন্যান্য কোটার টিকিট অবিক্রিত থাকে।
RAC এবং ওয়েটিং লিস্ট কি একই?
RAC এবং ওয়েটিং লিস্ট অবশ্যই এক নয়। ওয়েটিং লিস্টে থাকার অর্থ হল আপনার টিকিট কনফার্ম নয়। ট্রেন সফরের ক্ষেত্রে আপনি সিট পাবেন না। RAC -এর অর্থ ট্রেন সফরের সময় আপনি অন্তত অর্ধেক বার্থ পাবেন।
RAC টিকিট কখন কনফার্ম হয়?
যখন কোনও কনফার্মড টিকিটের যাত্রী ট্রেন সফর করেন না তখন তার টিকিটে রেল যাত্রার সুবিধা পান RAC টিকিট থাকা যাত্রীরা। কনফার্মড টিকিটের যাত্রী যখন টিকিট ক্যানসেল করবেন কিংবা ট্রেনে উঠবেন না তখন RAC টিকিটের যাত্রীরা বার্থ পেতে পারেন।
আরও পড়ুন : লাইনে দাঁড়ানোর দিন শেষ! বাড়িতে বসেই এইভাবে কাটুন ট্রেনের টিকিট
RAC টিকিট বাতিল করা যায় কি?
RAC টিকিট বাতিল করা যায়। সেক্ষেত্রে ট্রেন ছাড়ার টাইমের অন্ততপক্ষে ৩০ মিনিট আগে আপনাকে বুকিং ক্যানসেল করতে হবে। তাহলে আপনি রিফান্ড পেতে পারেন। ৩০ মিনিটের কম সময়ের মধ্যে থেকে টিকিট বাতিল করলে টাকা ফেরত পাওয়া যাবে না।
আরও পড়ুন : RQWL, PQWL, GNWL আসলে কী? কোন ওয়েটিং লিস্টের কী কী সুবিধা?
RAC টিকিটের স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
আপনি আপনার RAC টিকিটের স্ট্যাটাস চেক করার জন্য নিজের পিএনআর নম্বর ব্যবহার করতে পারেন। https://www.indianrail.gov.in/ ওয়েবসাইটে গিয়ে ১০ ডিজিটের পিএনআর নম্বর বসিয়ে স্ট্যাটাস চেক করা যায়।