২ ঘন্টায় বিদেশ ভ্রমণ, কম খরচেই ঘুরতে পারবেন এই ৮ টি দেশ

Published on:

Airway From Kolkata To Another Countries Under 3 To 4 Hours

বাসে কিংবা ট্রেনে যে পথ অতিক্রম করতে কয়েক ঘন্টা লাগে, বিমানপথে মাত্র কয়েক মিনিটেই অতিক্রম করা যায়। কলকাতা বিমানবন্দর থেকে বর্তমানে দেশ-বিদেশের যে কোনও জায়গাতেই যাওয়া যায়। কলকাতা থেকে বিমান পথে ভারতের আশেপাশের বেশ কিছু দেশে যেতে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা। আজকের এই প্রতিবেদনে রইলো এমন কিছু দেশের নাম, কলকাতা বিমানবন্দর থেকে যে দেশগুলোর যাত্রাপথে সময় লাগে খুবই কম।

তাইল্যান্ড : তাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সঙ্গে কলকাতা বিমানবন্দরে সরাসরি যোগাযোগ রয়েছে। এই যাত্রাপথে সময় লাগে মাত্র আড়াই ঘন্টা। গ্রান্ড প্যালেস, লুম্ফিনি পার্ক, সাফারি ওয়ার্ল্ড এবং ব্যাংককের সমুদ্র সৈকত আপনার মন কেড়ে নেবে। উল্লেখযোগ্য, এই যে এই দেশে থাকতে ভারতীয়দের ভিসা লাগে না।

ভিয়েতনাম : আপনি যদি ভিয়েতনাম যেতে চান তাহলে আপনাকে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে উঠে হ্যানয় বিমানবন্দরে নামতে হবে। যাত্রাপথে সময় লাগবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা। ভারত থেকে ভিয়েতনাম সফরের খরচ অন্যান্য দেশের তুলনায় খুবই কম।

মালয়েশিয়া : কলকাতা বিমানবন্দর থেকে মালয়েশিয়া -তে পৌঁছতে হলে নামতে হবে কুয়ালালামপুর বিমানবন্দরে। যাতায়াতে সময় লাগে ৪ ঘন্টা। মালয়েশিয়াতে দেখার মত অনেক স্থান রয়েছে। এখানে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে।

মায়ানমার : আকাশ পথে মায়ানমার কলকাতা বিমানবন্দর থেকে বিমান ধরে রেঙ্গুন বিমানবন্দরে নামতে হবে। সম্পূর্ণ যাত্রাপথে সময় লাগে মাত্র দুই ঘন্টা। উল্লেখ্য, ২৮ দিনের কম সময়ের জন্য মায়ানমারে থাকতে হলে ই ভিসার জন্য আবেদন করতে পারেন।

সিঙ্গাপুর : কলকাতা থেকে সিঙ্গাপুর যাওয়ার সরাসরি বিমান রয়েছে। যাত্রাপথে সময় লাগে মাত্র চার ঘন্টা।

আরও পড়ুন : কম খরচে সুইজারল্যান্ড ভ্রমণ! ভারতের এই গ্রামে একবার গেলে আর ফিরতে মন চাইবে না

নেপাল : কলকাতা বিমানবন্দর থেকে নেপাল পৌঁছতে সময় লাগবে মাত্র দেড় ঘন্টা। কাঠমান্ডু বিমানবন্দরে নামতে হবে। এখানে দেখার মত অসংখ্য মন্দির এবং অন্যান্য দর্শনীয় স্থান রয়েছে।

ভুটান : কলকাতা থেকে আকাশ পথে ভুটান পৌঁছাতে সময় লাগবে ১ ঘন্টার কিছু বেশি। কলকাতা বিমানবন্দর থেকে ভুটানের পারো বিমানবন্দর পর্যন্ত ডিরেক্ট প্লেন যাতায়াত করে।

আরও পড়ুন : আরও সস্তায় হবে সিকিম ভ্রমণ! বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার

শ্রীলংকা ‍: কলকাতা থেকে শ্রীলংকা আকাশ পথে পৌঁছাতে চাইলে সময় লাগবে মাত্র ৩ ঘন্টা ১৫ মিনিট। কলকাতা বিমানবন্দর থেকে শ্রীলংকার কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সরাসরি পৌঁছে যাওয়া যায়।