ভারতের ২৮ টা রাজ্য এবং ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোন রাজ্য সবথেকে বেশি সুখী? কোন রাজ্যের মানুষ অন্যান্য রাজ্যের তুলনায় নিশ্চিন্তে জীবন যাপন করেন? সুখী রাজ্যের তালিকায় আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান কত? সম্প্রতি গুরুগ্রামের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের গবেষকরা এই মর্মে একটি সমীক্ষা চালিয়েছিলেন। তার যে ফলাফল এসেছে তাতে দেশের সবথেকে সুখী রাজ্য কোনটি জানেন?
কর্মক্ষেত্রের সমস্যা, পারিবারিক সম্পর্ক, সামাজিক সমস্যা, জনহিতৈষি প্রকল্প, সুখ, ধর্ম, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর করোনা মহামারীর প্রভাব ইত্যাদি বিষয়ের উপর সমীক্ষা চালানো হয়েছিল। এর থেকে জানা গিয়েছে অন্যান্য সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সুখের তালিকায় সব থেকে এগিয়ে আছে মিজোরাম।
অন্ততপক্ষে ছয়টি প্যারামিটারের উপর নির্ভর করে দেশের সবথেকে সুখী রাজ্যের তালিকা তৈরি করা হয়েছিল। শিক্ষার হারের নিরিখে মিজোরামের ১০০% বাসিন্দা শিক্ষিত। উন্নতির দিক থেকেও দারুণ কাজ করছে মিজোরাম। মিজোরামের লংটলাই জেলা একসময় এখানকার সব থেকে পিছিয়ে পড়া এবং দুর্যোগ প্রবণ এলাকা ছিল। কিন্তু আজ উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে এই এলাকা।
অন্যদিকে যুব সম্প্রদায়ের উন্নয়ন এবং লিঙ্গ সমতার উপরেও এগিয়েছে এই রাজ্যটি। এখানকার স্ত্রী-পুরুষ নির্বিশেষে ছোট থেকেই স্বনির্ভর হতে শিখেছেন। এখানে বর্ণভেদ নেই। সামাজিক চাপমুক্ত পরিবেশে বসবাস করেন এখানকার মানুষ। আবার পড়াশোনা সংক্রান্ত যাবতীয় বিষয়ে অভিভাবকরা ছোটদের উপর তেমন চাপ সৃষ্টি করেন না।
আরও পড়ুন : কম খরচে কাপলদের ফটোশুটের জন্য সেরা ঠিকানা! একবার গেলে বারবার যাবেন
আরও পড়ুন : ভারতে স্কাইডাইভিংয়ের জন্য সেরা ৪টি জায়গা, জীবনে একবার হলেও যাওয়া উচিত
শুধু তাই নয়, এখানকার ছাত্ররা তাদের শিক্ষকদের প্রতি ভীষণই শ্রদ্ধাশীল থাকেন। আবার ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেন। স্বাভাবিকভাবেই মিজোরাম রাজ্যটি গোটা দেশের কাছে নজির হয়ে উঠেছে। যেখানে বিশ্বের সুখী দেশগুলোর তালিকাতে ভারতের স্থান রয়েছে ১২৬ নম্বরে। ভারতের সুখীতম রাজ্যের তালিকাতে পশ্চিমবঙ্গ রয়েছে ২০ নম্বর জায়গাতে।