মাত্র ১৫০০ টাকায় বিদেশ ভ্রমণ! মনের মত করে ঘুরে আসুন এই দেশ

Published on:

vietnam-travel-at-only-just-1500-rupees

মাত্র ১৫০০ টাকাতে বিদেশ ভ্রমণ! তাও কি সম্ভব? বিদেশ ভ্রমণ সম্পর্কে অনেকেরই অনেক রকম ধারণা। কেউ কেউ ভাবেন বিদেশে ঘোরা মানেই কয়েক হাজার টাকার ধাক্কা। তবে এই পৃথিবীতে এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে আপনি খুবই কম খরচে ঘুরতে পারবেন। এরকমই একটি দেশ হল ভিয়েতনাম। যেখানে মাত্র ১৫০০ টাকাতেই ঘোরা যায়।

আসলে আপনি যদি সেই সব দেশে ভ্রমণ করেন যেখানকার টাকার মূল্য ভারতীয় টাকার তুলনায় বেশি তাহলে সেই সব দেশে গিয়ে আপনার পকেটের উপর চাপ পড়বে। কিন্তু ভিয়েতনামের ক্ষেত্রে তেমনটা নয়। ভারতীয় টাকায় ১ রুপি আসলে ভিয়েতনামের টাকা ২৯১ ভিয়েতনামিজ ডংয়ের সমান। কাজেই খুব কম টাকা খরচেই আপনি ভিয়েতনামে থাকা, খাওয়া এবং ঘোরার সুবিধা পাবেন।

Vietnam

যদি আপনি ভারতীয় ১০০০ টাকা নিয়েও ভিয়েতনামে যান তাহলে সেখানে তার মূল্য হবে ১ লক্ষের কাছাকাছি। আবার পর্যটন কেন্দ্র হিসেবে ভিয়েতনামের বেশ জনপ্রিয়তাও আছে। এই দেশের স্ট্রিট ফুড, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য্যের তুলনা নেই কোনও। তাই কম বাজেটের মধ্যে যদি বিদেশ ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই ভিয়েতনামের ব্যাপারে চিন্তা করতে পারেন।

আরও পড়ুন : মাত্র ১০০০ টাকাতেই বিলাসবহুল হোটেলে থাকতে পারেন! রইল দার্জিলিংয়ের সেরা হোটেলের ঠিকানা

যেকোনও মরসুমেই ভিয়েতনামে ভ্রমণ করা যায়। তবে পর্যটকদের পছন্দের সময়টা হল ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। এখানে হালং বে, হোই অ্যান, হা গিয়াং নামের জায়গাগুলোর বেশ জনপ্রিয়তা আছে। এই দেশের আনাচে-কানাচে আধুনিক স্থাপত্য এবং ভাস্কর্যের নিদর্শন মিলবে।

Vietnam

আরও পড়ুন : ভিসা ছাড়াই এই ৬০ টি দেশে ঘুরতে পারবেন ভারতীয়রা

হোই অ্যান হল এশিয়ার সবথেকে পুরনো শহর। এই শহরকে শান্তির শহর বলা হয়। ইউনেস্কো ১৯৯৪ সালে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ভিয়েতনামকে স্বীকৃতি দিয়েছে। ভিয়েতনামের গোল্ডেন প্যাগোডা, জাদুঘর, মার্কেট পৃথিবী বিখ্যাত।