ট্রেনের লেডিস কামরায় প্রবেশ করায় গ্রেফতার ৩ লক্ষ পুরুষ, প্রকাশ্যে রেলের চাঞ্চল্যকর রিপোর্ট

Published on:

More Than 3 Lakh Male Passengers Arrested For Ariving Ladies Compartment In Last 5 Years

প্রত্যেকটি ট্রেনেই কার্যত মহিলাদের জন্য সংরক্ষিত থাকে একটি করে কামরা। সেখানে পুরুষের প্রবেশ নিষেধ। ভিড়বহুল ট্রেনে যাতায়াতে যেন মহিলাদের অসুবিধে না হয় তার জন্য এই ব্যবস্থা। কিন্তু তবুও মহিলাদের কামরাতে পুরুষের প্রবেশ আটকানো সম্ভব হচ্ছে না। সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ পেয়েছে। তাতে ধরা পড়েছে ট্রেনে লেডিস কামরাতে প্রবেশকারী পুরুষের সংখ্যাটা।

২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ট্রেনে মহিলাদের কামরাতে কতজন পুরুষ উঠেছিলেন সেই সংক্রান্ত একটি তথ্য প্রকাশ্যে এসেছে। মধ্যপ্রদেশের এক ব্যক্তি চন্দ্রশেখর গৌর এই মর্মে একটি আরটিআই করেন। তাতে তিনি জানতে চেয়েছিলেন বিগত ৫ বছরে ট্রেনে মহিলাদের কামরায় অবৈধভাবে কতজন পুরুষ উঠেছিলেন? তার উত্তরে রেল যা জানিয়েছে তা কার্যত প্রশ্ন তুলে দিয়েছে যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তার উপর।

Ladies coach

রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে বিগত ৫ বছরে মোট ৩ লক্ষ ৩ হাজার ৬১৪ জন পুরুষ অবৈধভাবে রেল সফর করেছেন। ২০১৯ সালে সংখ্যাটা ছিল ১ লক্ষ ১৩ হাজার ৫০১ জন। ২০২০ সালে ২৩ হাজার ৩৬১ জন পুরুষ গ্রেফতার হয়েছিলেন। ২০২১ সালে ২৫ হাজার ২৬ জন পুরুষ গ্রেফতার হন। ২০২২ সালে ৬৩ হাজার ৭৪১ জন পুরুষ গ্রেফতার হন। ২০২৩ সালে সংখ্যাটা ছিল ৭৭ হাজার ৯৮৫ জন।

আরও পড়ুন : বিনা টিকিটের যাত্রীদের ফাইন কেটে রেলের কত টাকা আসে, শুনলে চমকে যাবেন

এরমধ্যে দেখা যাচ্ছে ২০২০ এবং ২০২১ সালে গ্রেফতারির সংখ্যাটা ছিল বেশ কম। কিন্তু তার পরের বছরগুলোতে আবার লাফিয়ে লাফিয়ে বেড়েছে অপরাধীর সংখ্যা। আসলে ২০২০ এবং ২০২১ সাল জুড়ে করোনার প্রকোপ চলেছিল। তাই এই দুই বছর সংখ্যাটা কম ছিল বলে অনুমান করা হচ্ছে। কিন্তু তারপরের বছরগুলোতে আবার সংখ্যাটা বাড়তে থাকে।

Ladies coach

আরও পড়ুন : এবার গভীর রাতেও মিলবে মেট্রো! বাড়লো ট্রেনের সময়সীমা, দেখুন মেট্রোর নতুন টাইম টেবিল

পূর্ব-মধ্য, পূর্ব এবং পশ্চিম রেলের জোনে সব থেকে বেশি সংখ্যক পুরুষ গ্রেপ্তার হয়েছেন বলে জানা গিয়েছে। ২০২৩ সালে যে ৭৮ হাজার জন গ্রেফতার হয়েছেন গোটা দেশে তার মধ্যে শুধু পূর্ব রেলে ১৭ হাজার ৯৮ জন গ্রেফতার হন। দক্ষিণ পূর্ব রেলে ৮ হাজার ২১৪ জন গ্রেপ্তার হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলে ১ হাজার ৪৫৩ জন গ্রেপ্তার হয়েছে। বাংলার সঙ্গে যুক্ত রেল জোনে ২৬ হাজার ৭৬৫ জন গ্রেপ্তার হয়েছে।