দার্জিলিংয়ের টয়ট্রেন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় বস্তু। শুধু পর্যটকদের কাছেই নয়, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যা পাওয়ার পর জগৎবিখ্যাত হয়েছে দার্জিলিংয়ের টয়ট্রেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত গিয়েছে টয়ট্রেনের লাইন। যেহেতু চাহিদা বেশি তাই এর টিকিট সবসময় সবাই পান না। জানেন কি টয় ট্রেনের টিকিটের মূল্য কত? কীভাবে টিকিট বুক করতে হয়?
গরমের সময় দার্জিলিংয়ে পর্যটকদের ভিড় একটু বেশি থাকে। বিশেষ করে এই সময়টাতে যখন সব জায়গাতে গরমের ছুটি পড়ে গিয়েছে তখন ভিড় আরও বাড়ে। ছোট বড় সকলেরই খুব পছন্দের দার্জিলিংয়ের টয়ট্রেন। যে কারণে টয় ট্রেনের টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছে। সেই কারণে ১৮ ই মে থেকে বিশেষ জয় রাইডের ব্যবস্থা করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
টয় ট্রেনের রুট
দার্জিলিংয়ের টয় ট্রেনের যাত্রা শুরু হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে। শিলিগুড়ি, কার্শিয়াং, ঘুম হয়ে এই ট্রেন দার্জিলিঙে পৌঁছায়। প্রায় ৮৮ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। হিলকার্ট রোড, বাতাসিয়া লুপসহ দার্জিলিংয়ের বিভিন্ন দর্শনীয় স্থান এই যাত্রা পথের মাঝে পড়ে।
টয় ট্রেনে দার্জিলিং পৌঁছতে কতক্ষণ সময় লাগে?
শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেনের মাধ্যমে যেতে ৮ ঘন্টা সময় লাগবে।
টয় ট্রেনের টাইম টেবিল
দার্জিলিং থেকে ঘুমের পথে ১৮ টি টয় ট্রেনের পরিষেবা রয়েছে। বর্ষার সময় অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ও জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে পর্যটকের সংখ্যা কম থাকে বলে টয়ট্রেনের সংখ্যাও কম থাকে। প্রত্যেকদিন সকাল ১০ টায় নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়ে। এই ট্রেনটি দার্জিলিংয়ে বিকেল সাড়ে পাঁচটায় পৌঁছায়। অপর ট্রেন ওই একই সময়ে দার্জিলিং থেকে ছাড়ে।
টয় ট্রেনের ভাড়া কত?
দার্জিলিংয়ে জয় রাইড এবং রেগুলার রাইড চলে। জয় রাইডের মধ্যে ডিজেল চালিত ও বাষ্প চালিত ট্রেন চলে। ডিজেল চালিত টয় ট্রেনে মাথাপিছু ভাড়া ১ হাজার টাকা। বাষ্প চালিত ট্রেনে মাথাপিছু ১ হাজার ৬০০ টাকা ভাড়া হয়।
আরও পড়ুন : দার্জিলিং যাওয়া এখন আরও সহজ, চালু হল নতুন বাস পরিষেবা
অন্যদিকে রেগুলার ট্রেনের ভাড়া গন্তব্য অনুসারে স্থির হয়। গন্তব্যের দূরত্বের উপর নির্ভর করে ৪৫০ টাকা থেকে ১৪২০ টাকা পর্যন্ত ভাড়া হতে পারে টিকিটের।
আরও পড়ুন : দার্জিলিং-গ্যাংটক অতীত, এই গরমে প্রাণ জুড়োতে ঘুরে আসুন এই ৬ টি দুর্দান্ত জায়গা
টয় ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন?
ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে অনলাইনে টয় ট্রেনের টিকিট বুক করা যাবে। কম্পিউটারাইজ রিজার্ভেশন কাউন্টার থেকেও টয় ট্রেনের টিকিট কাটা যায়। শিলিগুড়িতে নেমে এনজেপি স্টেশন কিংবা শিলিগুড়ি জংশন স্টেশন থেকেও টয় ট্রেনের টিকিট কাটতে পারবেন। তবে এখন অবশ্য বেশিরভাগ বুকিং অনলাইনে হচ্ছে। তাই নিশ্চিত টিকিট পাওয়ার জন্য অনলাইনে বুকিং করলেই ভাল।