দার্জিলিং-গ্যাংটক অতীত, এই গরমে প্রাণ জুড়োতে ঘুরে আসুন এই ৬ টি দুর্দান্ত জায়গা

Published on:

Best Summer Destinations In India

গরমে ঘুরতে যাওয়ার জায়গা বলতে বাঙালি প্রধানত দার্জিলিং কিংবা গ্যাংটকের কথাই সবার আগে ভাবে। তবে দার্জিলিং কিংবা গ্যাংটক ছাড়াও কিন্তু আরও একাধিক জায়গা রয়েছে যেখানে গরমে আরামসে ঘুরতে যেতে পারবেন। আজকের এই প্রতিবেদনে রইল এমন বেশ কিছু সামার ডেস্টিনেশনের হদিস যেখানে ঘুরতে গেলে গরমের ছুটিটা বেশ ভালই কাটবে।

আসামের কাজিরাঙ্গা

পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বেশ ভালই সময় কাটাতে পারবেন এই গরমে। প্রবল গরমেও এখানকার পরিবেশ মনোরম থাকে। গাছপালা এবং বন্য পশুপাখি দেখে প্রকৃতির সান্নিধ্যে বেশ ভালই সময় কাটবে।

হিমাচল প্রদেশের বীর বিলীং

হিমাচল প্রদেশের এই গ্রাম ছবির মত সুন্দর। এখানকার স্থানীয় সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে। গরমকালেও এই জায়গার প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম থাকে। এখানে অ্যাডভেঞ্চারের জন্য প্যারাগ্লাইডিংয়ের সুবিধাও আছে।

মানালি

গরমে যদি পাহাড় আপনার একমাত্র পছন্দের ডেস্টিনেশন হয় তাহলে ঘুরে আসতে পারেন মানালি থেকেও। হিমাচল প্রদেশের এই পাহাড়ি জায়গাতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি এখানকার খাবার-দাবারও বেশ জনপ্রিয়।

অরুণাচল প্রদেশের জিরো উপত্যকা ‍

অরুণাচল প্রদেশের জিরো উপত্যকা -ও হতে পারে আপনার সামার ডেস্টিনেশন। এখানে আপতানি আদিবাসীদের বাস। তাদের স্থানীয় সংস্কৃতি, বিভিন্ন স্বাদের খাবার-দাবার সর্বোপরি এই পাহাড়ি এলাকার অসাধারণ দৃশ্য পর্যটকদের ভীষণ আকর্ষণ করে।

আরও পড়ুন : মাত্র ১০০ টাকায় পাহাড়-জঙ্গল ভ্রমণ! কোথায় থাকবেন? কীভাবে যাবেন? দেখুন বিস্তারিত

কর্নাটকের কুর্গ

দক্ষিণ ভারতেও একাধিক পাহাড়ি জায়গা রয়েছে গরমকালে ভ্রমণ স্থান হিসেবে বেছে নেওয়ার জন্য। যেমন কর্নাটকের কুর্গ। এখানকার আবহাওয়া সারা বছরই বেশ ভালো থাকে। সেই সঙ্গে এখানকার চা এবং কফি জগৎ বিখ্যাত।

আরও পড়ুন : দার্জিলিং যাওয়া এখন আরও সহজ, চালু হল নতুন বাস পরিষেবা

হিমাচল প্রদেশের কাসোল

হিমাচল প্রদেশের কাসোল -ও ইদানিং পর্যটকদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জায়গায় হয়ে উঠেছে। এখানকার তোশ, খীরগঙ্গা এবং মালানা ট্রেকিংয়ের জন্য বিখ্যাত।