Hill Station In West Bengal : গরম পড়ছে মানেই সামার ভ্যাকেশনের লম্বা ছুটিতে দূরে কোথাও যাওয়ার প্ল্যান শুরু করে দেয় বাঙালি। প্রবল গরমের দাপট আর শহুরে কোলাহল থেকে দূরে পাহাড়ের শান্ত-শীতল পরিবেশের টান কি আর উপেক্ষা করা যায়? আপনিও কি সামনে বেড়ানোর প্ল্যান করছেন? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। দেখুন বাংলার মধ্যেই কোন কোন হিল স্টেশনে যেতে পারেন আপনি।
দার্জিলিং
কী কী দেখবেন?
টাইগার হিল, বাতাসিয়া লুপ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট।
কোথায় থাকবেন?
বিভিন্ন হোটেল, হোম স্টে, রিসোর্টে থাকতে পারেন।
কীভাবে যাবেন?
রেল, বাস কিংবা গাড়িতে শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে ন্যাশনাল হাইওয়ে বরাবর দার্জিলিং পৌঁছাতে পারেন। এছাড়া বাগডোগরা বিমানবন্দরে নেমে ট্যাক্সি ভাড়া করে দার্জিলিং পৌঁছানো যায়।
ডুয়ার্স
কী কী দেখবেন?
মহানন্দা অভয়ারণ্য, শমসিং ও শুনতালেখোলা ফরেস্ট বাংলো, চাপড়ামারী অভয়ারণ্য, লাটপানচোর গ্রাম।
কোথায় থাকবেন?
হোম স্টে, হোটেল।
কীভাবে যাবেন?
ট্রেনে জলপাইগুড়ি স্টেশনে নামুন। বাসে করে গেলে শিলিগুড়িতে নামতে হবে। এরপর গাড়ি ভাড়া করে পৌঁছে যাবেন ডুয়ার্সে।
রিম্বিক
কী কী দেখবেন?
ট্রেকিং করার উদ্দেশ্যে এখানে আসেন পর্যটকরা। সান্দাকফু, গোর্খে ট্রেকিং সাইট আছে। এছাড়া ধীরাম মন্দির দর্শন করতে পারেন।
কোথায় থাকবেন?
থাকার জন্য হোম স্টে রয়েছে বেশ কিছু।
কীভাবে যাবেন?
বাগডোগরা বিমানবন্দরে নেমে অথবা ট্রেনে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি জংশনে নেমে গাড়ি ভাড়া নিয়ে কার্শিয়াং হয়ে রিম্বিক পৌঁছানো যায়।
কার্শিয়াং
কী কী দেখবেন?
নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম, আম্বোতিয়ার শিব মন্দির, চা বাগান, ঈগলস ক্র্যাগ ভিউ পয়েন্ট, জলপ্রপাত, মন্দির, সাদা অর্কিডের বাগান।
কোথায় থাকবেন?
হোম স্টে, হোটেল।
কীভাবে পৌঁছাবেন
দার্জিলিং পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে কার্শিয়াং পৌঁছানো যায়। বা নিউ জলপাইগুড়ি স্টেশন, শিলিগুড়ি থেকে ট্যাক্সি নিয়মিত চলাচল করে।
মিরিক
কী কী দেখবেন?
মিরিক লেক, পশুপতি নগর, কমলালেবুর বাগান, বঙ্কুলং।
কোথায় থাকবেন?
হোম স্টে, রিসোর্ট, হোটেল।
কীভাবে যাবেন?
বাগডোগরা বিমানবন্দর থেকে ট্যাক্সি ভাড়া করতে পারেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ট্যাক্সি বা বাসে করে যাওয়া যেতে পারে। আবার গাড়িতে সরাসরিও যাওয়া যেতে পারে।
কালিম্পং
কী কী দেখবেন?
দূরপিনদারা পাহাড়, মর্গান হাউজ, ক্যাকটাস নার্সারি, দেউল পাহাড়।
কোথায় থাকবেন?
হোম স্টে, রিসোর্ট, কটেজ।
কীভাবে যাবেন?
শিলিগুড়ি থেকে ট্যাক্সি বা বাসে করে যাওয়া যেতে পারে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ট্যাক্সি করে যাওয়া যেতে পারে অথবা বাগডোগরা বিমানবন্দরে নেমেও ট্যাক্সি করে যাওয়া যেতে পারে।
শিলিগুড়ি
কী কী দেখবেন?
শালুগাড়া মনেস্ট্রি, ইসকন মন্দির, মহানন্দা অভয়ারণ্য, সায়েন্স সিটি।
কোথায় থাকবেন?
হোটেল, রিসোর্ট।
কীভাবে যাবেন
রাজ্যের যে কোনও শহর থেকে বাসে কিংবা ট্রেনে করে শিলিগুড়ি যাওয়া যায়। গাড়ি ভাড়া করেও যেতে পারেন।
জলঢাকা
কী কী দেখবেন?
জলঢাকা নদী উপত্যকা, করোনেশন ব্রিজ, গরুমারা অভয়ারণ্য, লাটাগুড়ি, চাপরামারি ন্যাশনাল পার্ক, জলদাপাড়া অভয়ারণ্য।
কোথায় থাকবেন?
বিভিন্ন হোটেল, লজ, হোম স্টে, রিসোর্ট রয়েছে।
কীভাবে যাবেন?
শিলিগুড়ি ও কালিংপং শহর থেকে জলঢাকা পৌঁছানো যায়। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকেও গাড়ি ভাড়া করে যাওয়া যায়।
লোলেগাঁও
কী কী দেখবেন?
রিশপ, ক্যানোপি, লোলেগাঁও ভিউ পয়েন্ট, ছাঙ্গেই ফলস, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, ঝান্ডিদারা ভিউ পয়েন্ট।
কোথায় থাকবেন?
হোটেল, হোম স্টে, রিসোর্টে থাকতে পারেন।
কীভাবে যাবেন?
শিলিগুড়ি বিধান মার্কেট থেকে বাস ধরে লোলেগাঁও যাওয়া যায়। গাড়িতে করেও যাওয়া যায়।
লাভা
কী কী দেখবেন?
হাই কিং করতে পারেন। অনেক রকম পাখি দেখতে পাবেন। হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন।
কোথায় থাকবেন?
হোম স্টে।
কীভাবে যাবেন?
কালিম্পং থেকে ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রাম। শিলিগুড়ি থেকে ট্যাক্সি ধরে যেতে পারেন। নিউ জলপাইগুড়ি থেকেও ট্যাক্সি ধরে যেতে পারেন।