দার্জিলিং প্রেমীদের জন্য দারুণ এক সুখবর। এবার থেকে আরও কম ঝামেলায় ও কম খরচে পৌঁছে যেতে পারবেন শৈল শহরে। তার জন্য এবার সরাসরি দার্জিলিংয়ের পথে নতুন বাস রুট খুলে গেল। এবার থেকে আর শেয়ার বা প্রাইভেট গাড়িতে দার্জিলিং পৌঁছাতে হবে না। সরাসরি বাসে করেই গন্তব্যে পৌঁছানো যাবে। কীভাবে কোন রুটে যাবেন? জানুন এই প্রতিবেদন থেকে বিস্তারিত।
এতদিন পর্যন্ত দার্জিলিং যেতে হলে ট্রেনের মাধ্যমে জলপাইগুড়ি স্টেশনে কিংবা শিলিগুড়ি স্টেশনে নামতে হত। আর বাসে করে গেলেও মিরিক পর্যন্ত বাস পাওয়া যেত। সরাসরি দার্জিলিং পর্যন্ত বাসের যাতায়াত ছিল না। তবে পর্যটন ব্যবস্থার আরও উন্নতি করতে এবার দার্জিলিংয়ের যাত্রাপথ সহজ করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। বাসে করে যারা সরাসরি দার্জিলিং যেতে চাইছেন তাদের জন্য নতুন রুটে বাস চালানো হবে।
শিলিগুড়ি দার্জিলিং হয়ে মিরিক রুটে বাসের পরিষেবা দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। শিলিগুড়ি থেকে তিনধারিয়া রুটে দুটো করে বাসের পরিষেবা এরই মধ্যে চালু হয়ে গিয়েছে। আগামী দিনে আরও বাড়ানো হবে বাস পরিষেবার পরিসর। আপাতত শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে সরাসরি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে গন্তব্য পৌঁছাতে পারবেন যাত্রীরা। উপরে পাওনা হিসেবে এই যাত্রাপথে মিরিকের সৌন্দর্যও চোখে পড়ার মত।
আরও পড়ুন : পাহাড়ে ঘুরতে গেলে কোথায় থাকবেন? কোথায় খাবেন? দেখে নিন ৩০০ হোমস্টের তালিকা
এখন দার্জিলিং এর রুটে মোট ১৫ টি বাস চলাচল করে। শিলিগুড়ি ডিপো থেকে ৯টি বাস এই পথে চলে। অন্যদিকে দার্জিলিং ডিপো থেকে আরও তিনটি বাস ছাড়ে। কালিম্পং থেকে শিলিগুড়ি হয়ে দার্জিলিংয়ের পথে দুটো বাস চলাচল করে। জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের পথেও একটি বাস চলে।
আরও পড়ুন : মাত্র ১০০ টাকায় পাহাড়-জঙ্গল ভ্রমণ! কোথায় থাকবেন? কীভাবে যাবেন? দেখুন বিস্তারিত
এছাড়াও শিলিগুড়ি-মিরিক, শিলিগুড়ি-গ্যাংটক, শিলিগুড়ি-কালিম্পং রুটে এখন বাসের পরিষেবা পাওয়া যায়। যার মধ্যে শিলিগুড়ি-মিরিক রুটে একটি বাস চলাচল করে। শিলিগুড়ি-কালিম্পং রুটে ৪ টি বাস চলাচল করে। শিলিগুড়ি-গ্যাংটক রুটে ২ টি বাস চলাচল করে। শিলিগুড়ি-তিনধারিয়া রুটে নতুন ২ টি বাসের সংযোজনের কারণে উপকৃত হবেন যাত্রীরা।