গোটা রাজ্যের মধ্যে শিয়ালদহ এবং হাওড়া লাইনেই কার্যত যাত্রীদের ভিড় সবথেকে বেশি থাকে। রোজ লক্ষ লক্ষ মানুষ এই দুই স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। যাত্রীদের সুবিধার্থে রেল নিত্য নতুন ব্যবস্থা নিচ্ছে এখন। এবার বিশেষভাবে সক্ষমদের জন্য নতুন এক পরিষেবা চালু হল এই দুটি স্টেশনে। এতে বিশেষভাবে সহায়তা পাবেন দিব্যাঙ্গ মানুষেরা।
যাত্রীদের মধ্যে যারা চোখে ভাল দেখতে পান না তাদের ট্রেনে যাতায়াতের সুবিধার জন্য ব্রেইল নেভিগেশন পদ্ধতি চালু করেছে পূর্ব রেল। যাদের দৃষ্টি শক্তি কম তারা ব্রেইল নেভিগেশন পদ্ধতিতে এবার থেকে স্টেশনের সমস্ত সুবিধা পাবেন। টিকিট কাউন্টার খোঁজা থেকে শুরু করে স্টেশনের অন্যান্য সমস্ত ব্যবস্থা এবার থেকে তাদের হাতের মুঠোয় থাকবে। কারও উপর নির্ভর করতে হবে না।
কলকাতা এবং শিয়ালদহ স্টেশনে আপাতত এই নতুন ব্যবস্থা চালু হয়েছে। ব্রেইল নেভিগেশন পদ্ধতি ব্যবহার করলে কম দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা স্টেশনের কোথায় টিকিট কাউন্টার রয়েছে, কোথায় আর কী কী ব্যবস্থা রয়েছে, কোন প্ল্যাটফর্মে কোন ট্রেনে উঠতে হবে ইত্যাদি সব তথ্য পেয়ে যাবেন। এর জন্য ব্রেইল নেভিগেশন মানচিত্র পেয়ে যাবেন তারা।
আরও পড়ুন : বদলে গেল টিকিট কাটার নিয়ম! মেট্রো যাত্রীদের জন্য চালু হল টিকিট কাটার বিশেষ ব্যবস্থা
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে শিয়ালদহ, কলকাতা এবং হাওড়া স্টেশনের প্রবেশপথে স্থাপন করা হয়েছে ব্রেইল নেভিগেশন মানচিত্র। যার দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ৮ ফুট এবং ২ ফুট। এই মানচিত্রে টিকিট কাউন্টার, কনকোর্স এলাকা, জলের কল, টয়লেট, ওয়েটিং রুম, প্ল্যাটফর্ম ইত্যাদি সম্পর্কে দিক নির্দেশ থাকবে।
আরও পড়ুন : প্ল্যাটফর্ম টিকিট কেটে কতক্ষণ স্টেশন চত্বরে থাকা যায়? ৯০% মানুষ জানেন না
এছাড়া এই মানচিত্রে প্রবেশ ও প্রস্থান পথ, এস্কেলেটর, লিফটের অবস্থান জানানো থাকবে। বিভিন্ন পরিসেবা এবং সুযোগ-সুবিধা কোথায় কীভাবে মিলবে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এই মানচিত্র থেকেই পাওয়া যাবে। যাত্রীদের মধ্যে সবাই যাতে স্টেশন চত্বরে সবরকম সুযোগ-সুবিধা পান তার জন্য নতুন এই ব্যবস্থা চালু করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।