শুধু ট্রেনে ওঠার জন্য নয়, স্টেশনে ঢোকার জন্যেও প্ল্যাটফর্ম টিকিটের প্রয়োজন হয়। প্ল্যাটফর্ম টিকিট ছাড়া আপনি স্টেশনে ঘোরাঘুরি করতেই পারবেন না। টিকিট ছাড়া যদি ধরা পড়েন সে ক্ষেত্রে আপনার জরিমানা হতে পারে। তাই প্রিয়জনকে স্টেশনে ছাড়তে বা নিতে যদি আসতেই হয় সেক্ষেত্রে প্ল্যাটফর্ম টিকিট সঙ্গে রাখতেই হবে। জানেন কি এই প্ল্যাটফর্ম টিকিট ঠিক কতক্ষণ বৈধ থাকে?
বিনা টিকিটে যেমন ট্রেনে ওঠা যায় না, বিনা টিকিটে তেমন রেল স্টেশনেও প্রবেশ করা যায় না। প্ল্যাটফর্ম টিকিট নিয়েও আবার অনেকের অনেক রকম ধারণা আছে। কেউ কেউ মনে করেন একবার প্ল্যাটফর্ম টিকিট কিনে ফেললে গোটা দিনে যখন খুশি প্ল্যাটফর্মে প্রবেশ করা যায়। সেটা কিন্তু নয়। প্ল্যাটফর্ম টিকিট কেটে আপনি নির্দিষ্ট সময়ের জন্যই কেবল স্টেশনে থাকতে পারবেন।
প্ল্যাটফর্ম টিকিটের দাম কত হয়?
সাধারণত প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা হয়ে থাকে। তবে কিছু কিছু জায়গাতে আবার প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকাও হয়। ভারতের যেকোনও রেল স্টেশনেই প্রবেশ করুন না কেন, প্ল্যাটফর্ম টিকিট সঙ্গে রাখতেই হবে।
আরও পড়ুন : লাইনে দাঁড়ানোর দিন শেষ! অনলাইনে এইভাবে পাবেন আলিপুর চিড়িয়াখানার টিকিট
প্ল্যাটফর্ম টিকিট কেটে কতক্ষণ স্টেশনে থাকা যায়?
প্ল্যাটফর্ম টিকিট কাটার পর আপনি অন্ততপক্ষে ২ ঘন্টা স্টেশনে থাকতে পারবেন। তার বেশি সময় থাকতে পারবেন না। যদি আপনি সময় পেরিয়ে যাওয়ার পরেও স্টেশনে ঘোরাঘুরি করেন সেক্ষেত্রে টিকিট চেকারের হাতে ধরা পড়লে আপনার জরিমানা হবে।
আরও পড়ুন : বদলে গেল টিকিট কাটার নিয়ম! মেট্রো যাত্রীদের জন্য চালু হল টিকিট কাটার বিশেষ ব্যবস্থা
প্ল্যাটফর্ম টিকিট ছাড়া ধরা পড়লে কত জরিমানা হয়?
যদি প্ল্যাটফর্ম টিকিট ছাড়া অহেতুক স্টেশনে ঘোরাঘুরি করেন সেক্ষেত্রে বেশ মোটা টাকার জরিমানা দিতে হয়। টিকিট চেকারের হাতে ধরা পড়লে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।