পাহাড়ে ঘুরতে গেলে কোথায় থাকবেন? কোথায় খাবেন? দেখে নিন ৩০০ হোমস্টের তালিকা

Published on:

Around 300 Home Stays Information Are Now In One Website

বছরে প্রায় প্রত্যেকটি মরসুমেই উত্তরবঙ্গে ভিড় জমান হাজার হাজার পর্যটক। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে দেখার মত অনেক কিছুই আছে। দার্জিলিং-গ্যাংটক তো বটেই, উত্তরের জেলাগুলোতে অনেক ছোট ছোট গ্রামও রয়েছে, যেগুলো দেখার লোভ সামলানো যায় না। বর্তমানে এখানে অনেক সুন্দর সুন্দর হোম স্টে গড়ে উঠেছে। যেগুলো কার্যত বিলাসবহুল হোটেলকেও টেক্কা দেয়।

উত্তরবঙ্গের আনাচে-কানাচে এরকম অসংখ্য ছোট বড় হোমস্টে রয়েছে। বর্তমানে পর্যটকরাও হোটেলের বদলে হোমস্টেতে থাকতেই বেশি পছন্দ করছেন। হোম স্টের ঘরোয়া পরিবেশ থেকে খাওয়া-দাওয়া, অতিথি আপ্যায়ন খুবই পছন্দ করেন পর্যটকরা। তাই উত্তরবঙ্গ সফরের ক্ষেত্রে পর্যটকদের যাতে হোমস্টে খুঁজে নিতে অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা করলেন শিলিগুড়ির চম্পাসারি মোড়ের বাসিন্দা প্রভাকর থাপা।

প্রভাকর থাপা অনলাইনে একটি ওয়েবসাইট চালু করেছেন। এই ওয়েবসাইট থেকেই পর্যটকরা সমস্ত হোম স্টে এর ব্যাপারে জেনে নিতে পারবেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে কোথায় কোন হোম স্টে রয়েছে সেই সংক্রান্ত হদিশ Homestaying.in ওয়েবসাইটেই পাওয়া যাবে। এইভাবে কার্যত উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ী এবং পর্যটকদের উভয়েরই সুবিধা করে দিয়েছেন তিনি।

আরও পড়ুন : ট্রেনের কামরায় হলুদ, সাদা, লাল রঙ থাকে কেন? কোন রঙের মানে কী?

প্রভাকর থাপার এই ওয়েবসাইটে প্রায় ৩০০ টিরও বেশি হোম স্টে মালিকের নাম নথিভুক্ত রয়েছে। এই ওয়েবসাইটে উত্তরবঙ্গের স্থানীয় সংস্কৃতি, খাদ্য, ঐতিহ্য এবং হোম স্টে এর প্রচার চালানো হবে। সেই সঙ্গে অসংখ্য ভ্রমণমূলক ভিডিও সিরিজ আপলোড করা হয়েছে এখানে। যে ভিডিওতে সাউন্ড হিলার ভিত্তিক যোগ ব্যায়াম, হোম‌ স্টের ঐতিহ্য এবং খাবারের বিবরণ থাকবে।

আরও পড়ুন : ভারতের এই জায়গাগুলোতে সন্ধ্যের পর যাওয়া নিষেধ, গেলে আর ফেরে না কেউ

ওয়েবসাইট থেকে পরিচালনার জন্য তিনজন বিখ্যাত ট্রাভেল ব্লগার বা হোস্ট নিযুক্ত করা হয়েছে। পর্যটকরা কীভাবে হোম স্টেতে পৌঁছবেন সেই সংক্রান্ত যাবতীয় বিষয় সবিস্তারে তারা জানিয়ে দেবেন। পর্যটকরা যাতে বাজেটের মধ্যে হোম স্টে এর খোঁজ একটি ওয়েবসাইটেই পেয়ে যান তার জন্য এই ব্যবস্থা চালু করেছেন তারা।