সোলো ট্রিপে যেতে চান? বিপদ এড়াতে কী কী মাথায় রাখবেন মহিলারা

Published on:

Tips Women Should Keep In Minds If Go For A Solo Trip

কাপল ট্যুর কিংবা গ্রুপ ট্যুরের বদলে সোলো ট্যুর বর্তমান প্রজন্মের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। ছেলেমেয়ে নির্বিশেষে একা একা ভ্রমণের মধ্যে আলাদাই অ্যাডভেঞ্চার খুঁজে পাচ্ছেন। সোলো ট্রিপে যাচ্ছেন, সেটা ভাল কথা। কিন্তু কোনও অজানা জায়গাতে একা একা যাওয়া কিংবা ঘোরাঘুরির মধ্যে যে বিপদ আছে সেগুলো এড়াবেন কীভাবে? বিশেষ করে মহিলারা কীভাবে সতর্ক থাকবেন? জেনে নিন।

একা একা কোথাও ঘুরতে যাওয়ার সময় নিজেকে নিয়ে অবশ্যই একটু বেশি সতর্ক হতে হবে। অজানা জায়গাতে যাতে হঠাৎ করে কোনও বিপদে না পড়েন তার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে নিজেকেই। আজকের এই প্রতিবেদনে রইলো এমন কিছু টিপস যেগুলো মহিলারা অবশ্যই মাথায় রাখুন সোলো ট্রিপে বেরোনোর আগে।

জিনিসপত্র নিয়ে সাবধান

বেড়ানোর সময় প্রয়োজনীয় জিনিস অবশ্যই সঙ্গে রাখতে হবে। যেমন প্রয়োজনীয় ওষুধ, জামা কাপড়, সামান্য কিছু খাবার, জল ইত্যাদি। তবে একা ঘুরতে গেলে নিজের জিনিস নিজেকেই বইতে হয়। তাই মালপত্রের মধ্যে এমন কিছু নেবেন না যাতে অহেতুক ব্যাগ ভারী হয়ে যায়।

এলাকা সম্পর্কে খোঁজ নিন

যেখানে ঘুরতে যাচ্ছেন সেখানকার খুঁটিনাটি বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে রাখুন। কাছেপিঠে কোথায় হাসপাতাল, যোগাযোগের ব্যবস্থা কী আছে, হোটেল কোথায় আছে, কোথায় কোথায় ঘুরতে যাবেন, কীভাবে যাবেন, জায়গাটা আদেও নিরাপদ কিনা সেসব বিষয়ে আগে থেকেই খোঁজখবর নিয়ে রাখুন।

নিজের যত্ন নিজে নিন

বাইরে কোথাও ঘুরতে গেলে আপনার খুব যত্ন নেওয়ার মত কেউ থাকবেন না তা মাথায় রাখুন। প্রয়োজনীয় ওষুধপত্র তো সঙ্গে নেবেনই, সেই সঙ্গে নিজের খাওয়া-দাওয়া, শরীরের যত্ন নিজেকেই নিতে হবে। ঘুরতে গিয়ে শরীর খারাপ করলেও নিজেই নিজের খেয়াল রাখতে হবে।

সঙ্গে রাখুন জরুরী নথিপত্র

কোথাও ঘুরতে গেলে বর্তমানে জরুরি নথিপত্র সঙ্গে রাখতে হবে। পরিচয়পত্র, ব্যাঙ্কের ডেবিট কার্ড ইত্যাদির অরিজিনাল কপি নেওয়ার সঙ্গে সঙ্গে ফোটোকপিও সঙ্গে রাখুন। যাতে প্রয়োজনে ফোটোকপি দিয়েই কাজ হাসিল হয়ে যায়।

আরও পড়ুন : ট্রেনের কামরায় হলুদ, সাদা, লাল রঙ থাকে কেন? কোন রঙের মানে কী?

সোশ্যাল মিডিয়া থেকে সাবধান

নিজে কোথায় ঘুরতে যাচ্ছেন, কোথায় থাকবেন, কোন পথে যাবেন এসব ডিটেইলস ভ্রমণ করতে করতে সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করাই ভালো। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে এসব তথ্য আপলোড করবেন না। ঘুরে আসার পর যত খুশি ছবি কিংবা সেই জায়গার তথ্য দিতে পারেন।

আরও পড়ুন : ১২ টার সময়েই কেন হোটেল চেক আউট করতে হয়? ৯৯% মানুষ জানেন না

সতর্ক থাকুন

বাইরে কোথাও ঘুরতে গেলে নিজের নিরাপত্তার বিষয়ে সবসময়ই সতর্ক থাকতে হবে। হোটেলের ঘরে কিংবা বাথরুমে কোথাও লুকোনো ক্যামেরা আছে কিনা দেখে নিন। আর অবশ্যই প্রথমবারের জন্য একা কোথাও ঘুরতে গেলে দুর্গম বা নির্জন জায়গাতে যাবেন না।