প্রত্যেকদিন প্রায় কয়েক হাজার মানুষ কলকাতাতে মেট্রো পরিবহন ব্যবস্থা ব্যবহার করছেন। বর্তমানে অনলাইনে বিশেষ অ্যাপের মাধ্যমে ট্রেন টিকিট কাটা সহজ হয়ে গিয়েছে। শিয়ালদহ লাইনে ট্রেনের টিকিট অনলাইনে ইউপিআই এর মাধ্যমে কেটে নেওয়া যায়। এবার সেই ব্যবস্থা চালু হল মেট্রোর গ্রীন লাইন ১ করিডরেও। টিকিট কাটার জন্য এখন আর হয়রানির মুখে পড়তে হবে না যাত্রীদের।
গ্রীন লাইন ১ করিডরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ৭টি স্টেশনে ইউপিআই পেমেন্ট মারফত টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে এবার থেকে যাত্রীরা সঠিক ভাড়া দিয়ে টিকিট কাটতে পারবেন সহজেই। নতুন ব্যবস্থা চালু হওয়াতে স্বাভাবিকভাবেই খুবই খুশি যাত্রীরা।
মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের সহযোগিতায় ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ভিত্তিক টিকিটিং ব্যবস্থা চালু করেছে। উল্লেখ্য, গ্রীন লাইন ১ শিয়ালদহ স্টেশনে ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিটের ব্যবস্থা চালু হয়েছিল গত ৭ই মে। বাকি রয়ে গিয়েছিল এই ৭ টি স্টেশন। ২০ শে মে থেকে বাদবাকি স্টেশনগুলোতেও এই ব্যবস্থা চালু হল।
আরও পড়ুন : দিনের এই সময় আপনার সিটে বসতে পারবে না কেউ,রেলের এই নিয়ম না জানলেই নয়
এবার থেকে টিকিট কাটতে গেলে যাত্রীদের প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে গন্তব্য স্টেশনের নাম বলতে হবে। তারপর কাউন্টারের ডুয়াল ডিসপ্লে বোর্ডের কিউআর কোড স্ক্যান করে স্মার্টফোনের সাহায্যে টিকিটের টাকা দিতে হবে। এরপর যাত্রীদের কিউআর কোড ভিত্তিক কাগজের একটি টিকিট দেওয়া হবে। এই টিকিট নিয়ে মেট্রোতে যাতায়াত করা যাবে। আবার যাত্রীরা তাদের স্মার্ট কার্ড রিচার্জও করতে পারবেন এভাবে।
আরও পড়ুন : এক ক্লিকেই কনফার্ম হবে ট্রেনের টিকিট! নতুন অ্যাপ লঞ্চ করলেন মুকেশ আম্বানি
গ্রীন লাইন ২, ব্লু লাইন এবং পার্পল লাইনেও খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে। গ্রীন লাইন ২ এর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান স্টেশন, ব্লু লাইনের দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত ও তারপর লাইনের জোকা থেকে মাঝেরহাট স্টেশন, অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনেও ধীরে ধীরে ইউপিআই পেমেন্ট মারফত টিকিটিং ব্যবস্থা চালু হয়ে যাবে।