ভারতের প্রাচীনতম রেলস্টেশন, মোট ১১ টি স্টেশনের মধ্যে ২টি রয়েছে বাংলায়

Published on:

11 Oldest Railway Stations In India

বর্তমানে রেল পরিবহন ব্যবস্থা কার্যত নিত্যনৈমিত্তিক দিনের যাতায়াতের ক্ষেত্রে একটা অনেক বড় মাধ্যম। সেই ব্রিটিশ আমল থেকে ভারতে রেল পরিবহন ব্যবস্থা চালু হয়েছে। সেই থেকে আজ পর্যন্ত বহু রেল পথ চালু হয়েছে। নতুন নতুন রেল স্টেশন উদ্বোধন হয়েছে। তবে জানেন কি ভারতের সবথেকে প্রাচীনতম রেল স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের কোন কোন রেলস্টেশন সবথেকে পুরনো? দেখে নিন সেই তালিকা।

ভারতের সবথেকে পুরনো রেল স্টেশন কোনগুলো?

এই তালিকাতে মোট ১১ টি রেলস্টেশনের নাম উল্লেখ রয়েছে। সেগুলি হল যথাক্রমে –

Chhatrapati Shivaji Terminus

ছত্রপতি শিবাজী টার্মিনাস : ১৮৫৩ সালে এই রেলস্টেশন নির্মাণ হয়েছিল। আগে এর নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস এবং বরিবন্দর রেলওয়ে স্টেশন। এখন ভারতের প্রাচীনতম রেল স্টেশন হিসেবে সবার প্রথমে ছত্রপতি শিবাজী টার্মিনাসের নাম রয়েছে।

Howrah Junction

হাওড়া জংশন : দেশের দ্বিতীয় প্রাচীনতম রেল স্টেশন হল হাওড়া জংশন। ১৮৫৪ সালে এর নির্মাণ হয়েছিল। এটা বাংলার সব থেকে প্রাচীনতম রেল স্টেশন। প্রথমে একটা ছোট্ট কুঁড়েঘর ছিল এই রেলস্টেশন। পরবর্তীকালে এর ব্যাপক বিস্তার ঘটে।

Royapuram Railway Station

রোয়াপুরাম রেলস্টেশন : তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের রোয়াপুরাম শহরে অবস্থিত এই রেল স্টেশনটি। ১৮৫৩ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ১৮৫৬ সালের জুন মাসে রোয়াপুরাম স্টেশনের নির্মাণের কাজ শেষ হয়।

Kanpur Central railway station

কানপুর সেন্ট্রাল : উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত ভারতের এই প্রাচীনতম রেল স্টেশন। ১৮৫৯ সালে কানপুর সেন্ট্রাল স্টেশন তৈরি হয়। আগে এর নাম ছিল কানপুর উত্তর ব্যারাক। এই স্টেশন থেকে এলাহাবাদ ট্রেনের উৎপত্তি হয়।

Prayagraj Junction Railway Station

এলাহাবাদ জংশন : এলাহাবাদ জংশন বর্তমানে প্রয়াগরাজ জংশন নামে পরিচিত। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত রয়েছে এই স্টেশনটি। ১৮৫৫ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। শেষ হয় ১৮৫৯ সালে।

Vadodara Junction Railway Station

ভাদোদরা জংশন : গুজরাটের ভাদোদরা সায়াজীগঞ্জে অবস্থিত এই রেল স্টেশনটি। আগে এই জংশনের নাম ছিল বড়দা সিটি জংশন। মহারাজা খান্ডেরাওয়ের আমলে ১৮৬১ সালে এর নির্মাণ হয়।

Sealdah Railway Station

শিয়ালদহ রেলওয়ে স্টেশন : পশ্চিমবঙ্গের কলকাতায় শিয়ালদহে অবস্থিত এই রেলস্টেশন। ১৮৬১ সালে এর নির্মাণ হয়। এটি বাংলার দ্বিতীয় প্রাচীনতম রেল স্টেশন।

Delhi Junction

দিল্লি জংশন : ১৮৬৪ সালে চাঁদনী চকের কাছে দুটি প্ল্যাটফর্ম নিয়ে একটি রেলস্টেশন তৈরি হয়। পরবর্তীকালে তা দিল্লি জংশন নামে পরিচিত হয়। দিল্লি জংশন এবং লাহোর স্টেশন নামে আগে এই রেল স্টেশন পরিচিত ছিল।

আরও পড়ুন : ঘুম নয়, বিশ্বের উচ্চতম রেল স্টেশন কোনটি? ৯৯% মানুষ জানেন না

Madras Central

মাদ্রাস সেন্ট্রাল : তামিলনাড়ুর চেন্নাইয়ের পেরিয়ামেট শহরে অবস্থিত এই মাদ্রাস সেন্ট্রাল রেলওয়ে স্টেশনটি। ১৮৬২ থেকে ১৮৭৩ সালের মধ্যে এই স্টেশনের নির্মাণ হয়। চেন্নাই সেন্ট্রাল নামেও পরিচিত এই রেল স্টেশন। যদিও অফিসিয়ালভাবে এর নাম পুরাচি থালাইবার ডক্টর এম জি রাম চন্দন রেলওয়ে স্টেশন।

Agra Fort railway station

আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন : এই স্টেশন উত্তরপ্রদেশের আগ্রার রাকাবগঞ্জে অবস্থিত। ১৮৭৩ সালে এই রেলস্টেশন নির্মিত হয়। আগ্রা ফোর্টের কাছে অবস্থিত দ্বিতল ভবনের নাম হয়ে যায় আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন।

আরও পড়ুন : এক ক্লিকেই কনফার্ম হবে ট্রেনের টিকিট! নতুন অ্যাপ লঞ্চ করলেন মুকেশ আম্বানি

Jhansi Junction

ঝাঁসি জংশন : ১৮৮০ এর শেষের দিকে এই জংশনের নির্মাণ হয়। রাণী লক্ষ্মী বাইয়ের নামে এই রেল স্টেশনের নামকরণ হয়।