টেলিকম, অনলাইন শপিংয়ের পর এবার ট্রেন টিকিট কাটার জন্য নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করলো মুকেশ আম্বানি -র জিও কোম্পানি। ট্রেনের কনফার্ম টিকিট কাটার জন্য এবার আর অপেক্ষা করতে হবে না। জিও রেল অ্যাপ ব্যবহার করে এবার সহজেই টিকিট বুক করতে পারবেন। শুধু টিকিট বুকিং নয়, এই অ্যাপ্লিকেশন ব্যবহারের রয়েছে আরও একাধিক সুবিধা। দেখে নিন এক নজরে।
২০১৯ সালেই জিও রেল অ্যাপ লঞ্চ করেছে মুকেশ আম্বানির সংস্থা। বর্তমানে অনেকেই এই অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন। ট্রেন টিকিট কাটার জন্য আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। অনলাইনে ঘরে বসে অ্যাপের মারফত টিকিট কেটে নিতে পারবেন। এখন শুধু জিও ফোন ব্যবহারকারীরাই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের সুবিধা পাচ্ছেন।
কীভাবে জিও রেল অ্যাপ ব্যবহার করে টিকিট কাটবেন?
অনলাইনে ট্রেন টিকিট বুকিংয়ের সুবিধা দেওয়ার জন্য IRCTC এর সঙ্গে জিও সংস্থা হাত মিলিয়েছে। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে ট্রেন টিকিট বুক করার পদ্ধতি বেশ সহজ। ধাপে ধাপে টিকিট বুকিং পদ্ধতিটি সম্পন্ন হয়। দেখুন সেই স্টেপ বাই স্টেপ পদ্ধতি।
- প্রথমে জিও ফোনে জিও রেল অ্যাপ ওপেন করুন।
- কোন স্টেশন থেকে কোন স্টেশন যাবেন ও কবে যাবেন সিলেক্ট করুন।
- ট্রেন এবং সিট বেছে নিন।
- বাকি তথ্য দিয়ে টিকিট কাটার টাকা পেমেন্ট করতে হবে।
আরও পড়ুন : গঙ্গার নিচে মেট্রো আটকে গেলে কী হবে? কীভাবে বেরোবেন যাত্রীরা?
এই অ্যাপ্লিকেশন মারফত আপনি ট্রেনের সময়, ট্রেন ছাড়ার তারিখ, স্টেশন সংক্রান্ত যাবতীয় তথ্য মোবাইল ফোনেই পেয়ে যাবেন। আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে PNR স্ট্যাটাস চেক করতে পারবেন। ট্রেন টিকিট বুক করার পর PNR নম্বর দিয়ে আপনার টিকিটের স্ট্যাটাস বুঝতে পারবেন।
আরও পড়ুন : আপ এবং ডাউন ট্রেন মানে কী? কীভাবে ট্রেনের ‘আপ’ এবং ‘ডাউন’ ঠিক করা হয়?
আর কী কী সুবিধা পাবেন?
শুধু টিকিট বুকিং নয়, এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে টিকিট বাতিল করা যায়। ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে যারা টিকিট বুকিং পেমেন্ট করতে চান তারা সেই অপশন পাবেন। আপাতত এই সুযোগ কেবল জিও ফোন ব্যবহারকারীরাই পাচ্ছেন। ভবিষ্যতে সমস্ত জিও নম্বর ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন কিনা তা এখনও জানানো হয়নি।