Indian Railways: ট্রেন টিকিটে বিশেষ ছাড়! ভাড়া কমবে ট্রেনের?

Published on:

Common Expectations For Indian Rail Services In Budget 2024

আগামী ২৩ শে জুলাই এর অপেক্ষায় রয়েছে গোটা দেশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল। লোকসভার পর পেশ করা হবে সাধারণ বাজেট ২০২৪। তাতে বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি ভারতীয় রেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানা যাবে। রেলের কোন কোন খাতে কী কী পরিবর্তন আসছে? রেল যাত্রায় যাত্রীদের পকেটে টান কমবে কি এবার? জেনে নিন বিস্তারিত।

২০২৪ সালের বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কার্যত রেল যাত্রীদের কোনো বড় উপহার দিতে পারেন বলে অনুমান করা হচ্ছে। রেলের উন্নয়নে সার্বিকভাবে বরাদ্দ বাড়াতে পারে সরকার। ট্রেন টিকিটের ভাড়াতেও স্বস্তি পেতে পারেন যাত্রীরা। বিশেষ করে করোনার আগে প্রবীণ নাগরিকদের যে ৫০ শতাংশ টিকিটের ছাড় দেওয়া হত সেই নিয়ম আবার ফেরানো হতে পারে।

Vande Bharat Express

এই বছর অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন আগামী দিনে ৪০ হাজার রেলের কোচ পরিবর্তন করে বন্দে ভারতের কোচে রূপান্তর করা হবে।। যার ফলে যাত্রীরা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন। এর পাশাপাশি জেনারেল কোচে ভিড় কমাতে এবং ট্রেন দুর্ঘটনা কমাতে কবচের মতো আধুনিক প্রযুক্তির উপর জোর দেওয়া হতে পারে বাজেটে এমনটাই আশা করা হচ্ছে।

আরও পড়ুন : বেড়ে গেল একাধিক ট্রেনের স্পিড! কোনটার গতিবেগ কত হল? দেখে নিন তালিকা

অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছিলেন রেল করিডোর গঠনের প্রকল্প বর্তমানে পাইপ লাইনে রয়েছে। রেলের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে জোর কদমে। রেলের সামগ্রিক উন্নতির জন্য বরাদ্দ বাড়ানো হতে পারে। অন্যদিকে সাধারণ মানুষের একগুচ্ছ দাবী রয়েছে রেলের কাছে। সেগুলো পূরণ হবে কিনা সেটাও দেখার।

আরও পড়ুন : টিকিট থাকলেও দিতে হবে ফাইন! নিয়মের বড় পরিবর্তন আনল ভারতীয় রেল

Indian Rail

আরও পড়ুন : বেড়ে গেল হাওড়ার এই ৫ ট্রেনের গতিবেগ, এবার ঝড়ের বেগে ছুটবে ট্রেন

রেলের যাত্রীরা দীর্ঘদিন ধরে বয়স্ক, মহিলা এবং পড়ুয়াদের জন্য ট্রেন টিকিট বিশেষ ছাড়ের দাবি করছিলেন। এসি কামরার যাত্রীরাও ট্রেন টিকিটের ভাড়া কমানোর দাবি করছিলেন। সেই সঙ্গে টিকিট বাতিলের ক্ষেত্রে রিফান্ড ব্যবস্থার সিস্টেম সহজ করার দাবি জানাচ্ছেন যাত্রীরা। যাতে ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ড পাওয়া যায় সেই দাবিও জানাচ্ছেন সাধারণ মানুষ।