অ্যাডভেঞ্চারের শখ আছে? পাহাড়ে গিয়ে ট্রেকিং, ক্যাম্পিং, রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং করতে চান? বয়স যদি কম হয় তাহলে ঘুরে আসতে পারেন ভারতের তিনটি পাহাড় থেকে। বয়স যাদের তিরিশের কম তাদের জন্য সেরা এই তিনটি পাহাড়ি এলাকা। যেখানে আপনি হরেক রকম অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিতে পারবেন। দেখে নিন এক নজরে কোথায় যাবেন।
সোলাং ভ্যালি : হিমাচল প্রদেশের মানালি থেকে লেহ-মানালি হাইওয়ে ধরে রোটাং পাস যাওয়ার পথে ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে পড়বে সোলাং ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৪০০ ফুট উঁচুতে অবস্থিত এই জায়গা। এখানে প্যারাগ্লাইডিং, ট্রেকিং, ক্যাম্পিং করতে পারবেন।
কুর্গ : কর্নাটকে পশ্চিমঘাট পর্বতের কোদাগু জেলায় অবস্থিত কুর্গ। সবুজে থাকা পাহাড় এবং কাবেরী নদী রয়েছে এখানে। উঁচু-নিচু পাহাড়, আঁকাবাঁকা পথ, ছোট ছোট ঝর্ণা, নদী এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে কফি চাষ দেখতে পাবেন এখানে। সেই সঙ্গে প্রাণ ভরে রিভার রাফটিং, জিপলিং, ট্রেকিং এবং কায়াকিং করতে পারবেন।
আরও পড়ুন : সবুজ পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা! ঘুরে আসুন মিনি তিব্বত থেকে
আরও পড়ুন : দার্জিলিংয়ে থেকে শান্ত-নিরিবিলিতে সময় কাটাতে চাইলে চলে আসুন এই গ্রাম
নন্দী পাহাড় : বেঙ্গালুরু থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত নন্দী পাহাড়। এখানে টিপু সুলতানের গ্রীষ্মকালীন আবাস ছিল। আজও এখানে টিপু সুলতানের দুর্গ রয়েছে। এখানে সুপ্রাচীন নন্দীশ্বর মন্দির রয়েছে। অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে ট্রেকিং, বাইকিং প্যারাগ্লাইডিং করতে পারবেন। সেই সঙ্গে ক্যাম্প করে থাকতেও পারবেন।