লাগবে না টিকিট, এবার এক কার্ডেই চাপ যাবে বাস, ট্রাম ফেরি

Published on:

Government Of West Bengal Is Going To Introduce One State One Card System

এবার আর বাসে, ট্রামে কিংবা ফেরিতে চড়তে টিকিট লাগবে না। আলাদা আলাদা টিকিট কাটতে আর হয়রানির মুখে পড়তে হবে না। রাজ্য সরকারের নতুন উদ্যোগ অনুসারে এবার মাত্র একটি কার্ড দেখিয়েই আপনি যাতায়াত করতে পারবেন। সম্প্রতি চালু হয়েছে এই ব্যবস্থা। কোথায় কোথায় এরকম কার্ড সিস্টেম চালু হল জেনে নিন।

গন পরিবহন ব্যবস্থাকে আরও সহজ এবং মসৃণ করে তুলতে এবার চালু হচ্ছে এক দেশ এক কার্ড সিস্টেম। যদিও ২০১৯ সালের ৪ঠা মার্চ এক দেশ এক কার্ড নামের একটি উদ্যোগ চালু হয় ভারত সরকারের তত্ত্বাবধানে। ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ কেনাকাটা, টাকা তোলা, অর্থ প্রদানের পাশাপাশি বাস, ট্রেন, মেট্রো ইত্যাদিতে যাতায়াতের জন্য কার্ড ব্যবহার করতে পারবেন।

BUS

ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ব্যবহারের সুবিধা হল এই যে সাধারণ মানুষকে এখন আর অনেকগুলো কার্ড বয়ে বেড়াতে হবে না। অনেকগুলো পাসওয়ার্ড মনে রাখতে হয় না। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গও ওয়ান স্টেট ওয়ান কার্ড পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শীঘ্রই এক রাজ্য এক কার্ড নিয়ম চালু করবে।।

এক রাজ্য এক কার্ড চালু হলে কলকাতায় ট্রাম-বাসে চড়া থেকে শুরু করে শিলিগুড়ি-দার্জিলিংয়ের সরকারি বাস, ইত্যাদিতে একটি কার্ডেই ভাড়া মেটানো যাবে। এর ফলে আর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না। স্মার্ট কার্ড ব্যবহারের মাধ্যমে যাত্রীরা ভাড়া মিটিয়ে দিতে পারবেন সহজে ও অনেক কম সময়ে।

আরও পড়ুন : অফিস টাইমে চালু হল লেডিস স্পেশাল বাস, কোন কোন রুটে চলবে?

BUS

আরও পড়ুন : কলকাতায় উঠে যাচ্ছে ২৫০০ বাস! চূড়ান্ত হয়রানির মুখে যাত্রীরা

রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন নতুন কার্ড চালু হলে খুবই উপকার হবে যাত্রীদের। টিকিট চুরি আটকানো যাবে। খুচরো নিয়েও খুব একটা সমস্যায় পড়তে হবে না। ডাবলুবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি সব নিগমের বাসে যাতায়াতের ক্ষেত্রে এই কার্ড ব্যবহার করতে পারবেন।