অ্যাডভেঞ্চারপ্রেমীরা জঙ্গলে ভ্রমণ করতে ভালোবাসেন। বন্যপ্রাণীদের বন্য জীবন তাদের আকর্ষণ করে। ভারতের বিভিন্ন রাজ্যে এরকম একাধিক জঙ্গল রয়েছে যেখানে হরেক রকমের প্রজাতির বসবাস। তবে যদি আপনি বাঘ দেখতে চান তাহলে আপনার এই ৫ জঙ্গলে অবশ্যই যাওয়া উচিত। এই জঙ্গলগুলোতে সারা বছরই বাঘের দেখা মিলবে। দেখুন কোন কোন জঙ্গল রয়েছে এই তালিকায়।
Ranthambore National Park
রণথম্ভোর : রাজস্থানের রণথম্ভোর বাঘের জন্য বিখ্যাত। এখানে যেহেতু বাঘের সংখ্যা অনেক তাই জঙ্গল ভ্রমণে গেলে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় একশো শতাংশ। ভোরে এবং বিকেলে জঙ্গল সাফারি হয়। তাই আগে থাকতে অনলাইনে জিপসি গাড়ি কিংবা বাস বুক করে রাখতে হয়।
Bandhavgarh National Park
বান্ধবগড় : মধ্যপ্রদেশের সাতপুরা পাহাড়ে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যানও বাঘ দর্শনের জন্য আদর্শ। এখানে বাঘ দেখার বিভিন্ন পয়েন্ট আছে। এই জঙ্গলেও সকালে এবং বিকেলে সাফারি হয়। তার জন্য আগে থেকে বুকিং করে রাখতে হয়। তবে বর্ষার সময় জঙ্গল সাফারি বন্ধ থাকে।
Kanha National Park
কানহা : মধ্যপ্রদেশে অবস্থিত কানহা জাতীয় উদ্যান। এখানে কিসলি এবং মুক্কি নামের দুটি ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে বাঘ দেখার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়াও আরও দুটি ভিউ পয়েন্ট আছে। গাড়ি এবং হাতির মাধ্যমে জঙ্গল সাফারির সুযোগ মেলে এখানে।
আরও পড়ুন : অনেক হল দার্জিলিং-গ্যাংটক! গরমের ছুটিতে ঘুরে আসুন এই ৩ শৈল শহর থেকে
Tadoba National Park
টাডোবা : মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলাতে টাডোবা জাতীয় উদ্যান অবস্থিত। টাডোবা আন্ধেরি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প রয়েছে এখানে। সকালে এবং বিকেলে জঙ্গল সাফারির বন্দোবস্ত রয়েছে। জিপ কিংবা বাসের মাধ্যমে জঙ্গল সাফারির সুবিধা দেওয়া হয়।
আরও পড়ুন : থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি! বিনামূল্যে ঘোরার জন্য ভারতের সেরা ১০টি টুরিস্ট স্পট
Panna National Park
পান্না : মধ্যপ্রদেশের পান্না জাতীয় উদ্যান ও বাঘের জন্য বিখ্যাত। এখানে মাডলা এবং হিনৌলতা নামের দুটো ভিউ পয়েন্ট আছে। তবে এই জঙ্গলের কোর এলাকাতে মানুষের প্রবেশ নিষেধ। ভোরে এবং বিকেলে সাফারি হয়। হুড খোলা জিপে জঙ্গল সাফারি করতে পারবেন।