শ্রাবণ মাস আসন্ন প্রায়। এই মাস জুড়ে রয়েছে হিন্দুদের একাধিক উৎসব এবং অনুষ্ঠান। তার মধ্যে অন্যতম হলো মহাদেবের জলাভিষেক। শ্রাবণ মাস জুড়ে মহাদেবের ভক্তরা ভক্তিভরে পূজা করবেন। অনেকেই যেতে চাইবেন তারকেশ্বর। সেই কথা ভেবে ভারতীয় রেল স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করে ফেলল রেল যাত্রীদের জন্য।। দেখে নিন এক নজরে।
জুলাই এবং আগস্ট মাস জুড়ে তারকেশ্বরে শ্রাবণী মেলা বসে। তারকেশ্বর এবং শেওড়াফুলি স্টেশনে এই সময় প্রচুর ভক্তের ভিড় দেখা যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারকেশ্বরে আসেন। ভক্তদের সুবিধার জন্য পূর্ব রেলের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হলো। ৬ জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।
আপাতত রবিবার এবং সোমবার এই স্পেশাল ট্রেনগুলো চালানো হবে। হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত ইএমইউ স্পেশাল ট্রেন গুলো হাওড়া থেকে শনিবার এবং রবিবার সকাল ৪ টে ৫ মিনিটে এবং দুপুর ১২ টা ৫০ মিনিটে ছাড়বে। যথাক্রমে সকাল ৫ টা ৩৫ মিনিট এবং দুপুর ২ টো ২০ মিনিটে তারকেশ্বরে পৌঁছাবে। ফেরার সময় ই এম ইউ স্পেশাল ট্রেন তারকেশ্বর থেকে সকাল ১০ টা ৫৫ মিনিটে এবং রাত ৯ টা ১৭ মিনিটে ছাড়বে। দুপুর ১২ টা ৩০ মিনিটে এবং রাত ১০ টা ৪৫ মিনিটে হাওড়াতে পৌঁছাবে সেই দুটি ট্রেন।
মহাদেবের জলাভিষেকের জন্য অনেকেই শেওড়াফুলি থেকে গঙ্গাজল নিয়ে তারকেশ্বরে যান। তার জন্য পূর্ব রেল শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যেও ই এম ইউ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর ইএমইউ স্পেশাল ট্রেন ছাড়বে সকাল ৬ টা ৫৫ মিনিটে এবং সকাল ৯ টা ২০ মিনিটে। আবার বিকেলে ৪ টে ২০ মিনিটে এবং সন্ধ্যে ৭ টা ৪০ মিনিটেও ট্রেন ছাড়বে। ট্রেন দুটি তারকেশ্বরে পৌঁছাবে সকাল ৭ টা ৪৫ মিনিটে এবং সকাল ১০ টা ১৫ মিনিটে।
আরও পড়ুন : ট্রেন টিকিট বাতিল করবেন কীভাবে? জানুন ভারতীয় রেলের নিয়ম কানুন
তারকেশ্বর থেকে শেওড়াফুলি পৌঁছানোর জন্য ই এম ইউ স্পেশাল ট্রেন তারকেশ্বর থেকে সকাল ৫ টা ৫৫ মিনিটে, সকাল ৮টা ১০ মিনিটে, দুপুর ২টো ৫০ মিনিটে এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ছাড়বে এবং যথাক্রমে সকাল ৬ টা ৪৫ মিনিটে, সকাল ৯ টা ৩ মিনিটে, বিকেল ৩টে ৪০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শেওড়াফুলিতে পৌঁছবে।
আরও পড়ুন : কখন ট্রেনের চেন টানা যায়? না জেনে চেন টানলেই হবে জেল ও জরিমানা
আরও পড়ুন : ১১ দিনের জন্য বাতিল একাধিক লোকাল ট্রেন! চরম ভোগান্তির মুখে যাত্রীরা
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে আপাতত স্পেশাল ট্রেনগুলো ১৭.০৭.২০২৪, ২১.০৭.২০২৪, ২২.০৭.২০২৪, ২৮.০৭.২০২৪, ২৯.০৭.২০২৪, ০৪.০৮.২০২৪, ০৫.০৮.২০২৪, ১১.০৮.২০২৪, ১২.০৮.২০২৪, ১৫.০৮.২০২৪, ১৮.০৮.২০২৪ ও ১৯.০৮.২০২৪ তারিখ চলাচল করবে এবং যাত্রা পথের মাঝে সব স্টেশনে থামবে।