বেসরকারী হাতে চলে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো? এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট মেট্রোর বেসরকারিকরণকে কেন্দ্র করে জোর জল্পনা চলছে। আগামী বুধ এবং বৃহস্পতিবার রেলবোর্ডের অপারেশন এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সদস্য ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্লানেড-হাওড়া বিভাগের পরিদর্শন করতে আসবেন বলে শোনা যাচ্ছে। সেই সঙ্গে মেট্রোর বেসরকারিকরণ হবে বলেও খবর ছড়িয়ে পড়ছে।
রেল বোর্ডের দাবি কলকাতা মেট্রো দিল্লি মেট্রোর মত অটোনমিক সংস্থা হয়ে উঠুক। সরকারের প্রভাব থাকবে না এর উপর। দিল্লি মেট্রো তাদের পরিষেবা বিক্রি করে ভালো টাকা আয় করছে। কলকাতা মেট্রো একই পথে এগোতে চায়। তবে এর বিরোধিতা করছেন মেট্রোর কর্মী ইউনিয়ন। তাদের দাবি উপযুক্ত দক্ষতা না থাকতেও মেট্রো পরিচালনার ভার দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে।
গত ৮ই এপ্রিল মেট্রো সাপ্তাহিক বৈঠকে একতরফাভাবে ইস্ট ওয়েস্ট মেট্রোকে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রেল বোর্ডের সঙ্গে পার্মানেন্ট নেগোসিয়েটিং মেশিনারি বৈঠকে এই মর্মে অভিযোগ জানিয়েছেন পূর্ব রেলের মেন্স ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা।
আরও পড়ুন : এইদিন থেকে চালু হবে বন্দে ভারত মেট্রো! বুক করা যাবে অ্যাডভান্স টিকিট
কলকাতা মেট্রো বেসরকারীকরণের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে বলে মেট্রো কর্মীদের মধ্যে অনিশ্চয়তা এবং আতঙ্কের আবহাওয়া তৈরি হয়েছে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের পাল্টা দাবি বেসরকারিকরণ হলে মেট্রোর পরিষেবার ভালো হবে। দেশের প্রথম মেট্রো হওয়া সত্ত্বেও বিগত চার দশকে কলকাতা মেট্রো শুধু পিছিয়ে গিয়েছে। অন্যদিকে দিল্লি মেট্রো কলকাতা থেকে অনুপ্রেরণা পেয়ে এখন অনেকটা এগিয়ে আছে।
আরও পড়ুন : 5G ইন্টারনেট থেকে মোবাইল নেটওয়ার্ক, গঙ্গার তলার মেট্রোতে কী কী সুবিধা পাবেন?
আরও পড়ুন : জোর কদমে চলছে কাজ! এবার এই রুটেও চলবে মেট্রো, দারুণ পদক্ষেপ রেলের
এই মুহূর্তে খুবই কম সংখ্যক কর্মী, আর্থিক অনটনে ভুগছে কলকাতা মেট্রো। দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে মেট্রো ট্রাফিক এবং অপারেশন বিভাগে। মেট্রোর শীর্ষ আধিকারিকদের একাংশের মধ্যে রয়েছে তৎপরতার অভাব। আর দিল্লি মেট্রো দেশ এবং দেশের বাইরে মেট্রো নির্মাণ এবং পরিচালন সংক্রান্ত কাজ করে অনেক টাকা আয় করছে। অন্যদিকে কর্মীদের পাল্টা দাবি মেট্রো শীর্ষ আধিকারিকরা নিজেদের অপদার্থতা ঢাকতে বেসরকারিকরণের পথে হাঁটছেন। তারা এর তীব্র বিরোধিতা করবেন।