ছোট থেকে বড়, প্রত্যেকটি মানুষই বলতে গেলে জীবনের কোনও না কোনও পর্যায়ে ভারতীয় রেলের সঙ্গী হয়েছেন। রেলের যে ৮ টি কামরা রয়েছে তা খেয়ালভারতীয় রেলে ৮ ধরনের যে কামরা করেছেন কখনও? রেলের এমন ৮ ধরনের কামরার ব্যাপারে বহু মানুষই জানেন না। এমনকি যারা রোজ যাতায়াত করেন তারাও লক্ষ্য করেন না। জানেন কি এই ৮ ধরনের কামরার কোনটার কি সুবিধা?
ভারতীয় রেলে ৮ ধরনের যে কামরা রয়েছে সেগুলো হলো শীততাপ নিয়ন্ত্রিত কামরা, ফার্স্ট ক্লাস কামরা, স্লিপার ক্লাস কামরা, জেনারেল বা অসংরক্ষিত কামরা। এছাড়াও রয়েছে চেয়ার কার, যার দুটি ভাগ রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কার এবং সাধারণ চেয়ার কার। এক নজরে দেখে নিন ভারতীয় রেলের প্রত্যেকটা কামরার নাম এবং তাদের সুযোগ-সুবিধা গুলি।
শীততাপ নিয়ন্ত্রিত এক্সিকিউটিভ ক্লাস
ভারতে খুব কম সংখ্যক ট্রেনে এই ধরনের সিট থাকে। এই সিট গুলো খুবই ব্যয়বহুল। বন্দে ভারত, তেজাস, গতিমান এবং শতাব্দী এক্সপ্রেস ট্রেনে এরকম কামরা রয়েছে। দুটি করে চারটি বসার জায়গা ক্রস করে থাকে এই ধরনের কামরায়।
শীততাপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণি
এই ধরনের কামরায় সর্বাধিক চারটি বার্থ থাকে। এই বার্থ খুবই সাজানো গোছানো থাকে। প্রত্যেকটা বার্থের দরজায় লক করার ব্যবস্থা রয়েছে। হাত ধোয়ার সুবিধাসহ অনেক ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন : রেল যাত্রীদের জন্য সুখবর! ১৮ কোটি যাত্রী পাবেন এই বিশেষ সুবিধা
শীততাপ নিয়ন্ত্রিত টু টায়ার শ্রেণী
এই ধরনের কামরায় দুটি বার্থ উপরে এবং দুটি বার্থ নিচে থাকে। কোচে দরজা না থাকলেও নির্দিষ্ট পর্দা থাকে প্রত্যেকটা বার্থে।
শীততাপ নিয়ন্ত্রিত থ্রি টায়ার শ্রেণী
এই ধরনের কামরায় তিনটি বার্থ থাকে। আপার, লোয়ার এবং মিডিল। কোচে কোনরকম পর্দা কিংবা লক সিস্টেম থাকে না।
আরও পড়ুন : ট্রেনে এই ৫ সংখ্যার কোড লেখা থাকে কেন? ৯৯% মানুষ জানেন না
স্লিপার ক্লাস
দূরপাল্লার ট্রেনের স্লিপার ক্লাসে কম খরচে যাতায়াত করতে পারেন মানুষ। আপার, লোয়ার এবং মিডিল তিন ধরনের বার্থ রয়েছে কামরাগুলোতে।
এসি চেয়ার কার
কিছু কিছু চেয়ার কারে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকে। সাধারণত কম দূরত্বের ট্রেনের ক্ষেত্রে এই ধরনের কামরা দেখা যায়।
আরও পড়ুন : কখন ট্রেনের চেন টানা যায়? না জেনে চেন টানলেই হবে জেল ও জরিমানা
চেয়ার কার
সাধারণ চেয়ার কারে শীততাপ নিয়ন্ত্রিত বন্দোবস্ত থাকে না। কম দূরত্বের ট্রেনের ক্ষেত্রে এই ধরনের চেয়ার কার ব্যবহার করা হয়।
আরও পড়ুন : টিকিট থাকলেও দিতে হবে ফাইন! নিয়মের বড় পরিবর্তন আনল ভারতীয় রেল
জেনারেল বা অসংরক্ষিত কামরা
যাত্রীদের বসার জন্য আসন থাকলেও সংরক্ষিত থাকে না এই ধরনের কামরায়। যে যাত্রী আগে ট্রেনে ওঠার সুযোগ পাবেন তিনি বসার সুযোগ পাবেন। আর বাকিদের দাঁড়িয়ে যেতে হবে।