ভারতের এই জায়গাগুলোতে পর্যটকদের থাকা ও খাওয়া ফ্রি

Published on:

4 Tourist Spots In India Where You Can Stay And Eat Free

বাইরে ঘুরতে গিয়ে থাকা এবং খাওয়ার খরচের কথা ভেবেই কার্যত প্ল্যান ক্যান্সেল করে দেন বহু মানুষ। কারণ থাকা এবং খাওয়াতেই যদি বেশি খরচ হয়ে যায় তাহলে আর ঘুরবেন কীভাবে? কিন্তু ভারতে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে থাকতে এবং খেতে গেলে একটা টাকাও দিতে হয় না। সম্পূর্ণ ফ্রিতে থাকা এবং খাওয়ার সুযোগ পাবেন। বেড়ানোর টাকা খরচ করতে পারবেন শুধু ঘোরাঘুরিতে। দেখুন এক নজরে কোন কোন জায়গা রয়েছে তালিকায়।

মণিকরণ সাহিব

হিমাচল প্রদেশের মণিকরণ সাহিব গেলে থাকা এবং খাওয়ার জন্য আলাদা করে কোনও খরচ দিতে হয় না। হিমাচল প্রদেশ এমনিতেই পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত। এখানে এসে আপনি গুরুদুয়ারা মণিকরণ সাহিবে থাকতে পারবেন বিনামূল্যে। খাওয়ার খরচও লাগবে না।

Bharat Heritage Services

ভারত হেরিটেজ সার্ভিস

ঋষিকেশ ঘুরতে গেলে কোনও নামিদামি হোটেলে না উঠে ভারত হেরিটেজ সার্ভিসে উঠতে পারেন। থাকা এবং খাওয়া এখানে সম্পূর্ণ ফ্রি। তবে বদলে আপনাকে স্বেচ্ছাসেবকের কাজ করতে হবে। এখানে থেকে আপনি ঋষিকেশের মন্দিরগুলো দেখতে পারবেন।

আরও পড়ুন : মাত্র ১০০ টাকায় পাহাড়-জঙ্গল ভ্রমণ! কোথায় থাকবেন? কীভাবে যাবেন? দেখুন বিস্তারিত

PARMARTH NIKETAN

পরমার্থ নিকেতন

ঋষিকেশের আরেকটি সুন্দর আশ্রম পরমার্থ নিকেতন। গঙ্গা আরতির জন্য খুবই বিখ্যাত এই জায়গা। ধর্মীয় কাজে এখানে এলে আপনাকে বিনামূল্যে থাকার সুযোগ দেওয়া হবে। খাবার ও পানীয় পাবেন বিনামূল্যে।

আরও পড়ুন : থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি! বিনামূল্যে ঘোরা যায় ভারতের ১০টি জায়গায়

রামনাশ্রম

শুধু উত্তর ভারত নয়, দক্ষিণ ভারতেও রয়েছে বিনামূল্যে থাকার জায়গা। এর জন্য আপনাকে যেতে হবে তামিলনাড়ুর রামনাশ্রমে। সম্পূর্ণ ফ্রিতে থাকা এবং খাবারের সুব্যবস্থা রয়েছে এখানে। এখানে থেকে আপনি আশেপাশের অঞ্চল ঘুরে দেখতে পারেন।