বর্ষায় উইকেন্ড কাটিয়ে আসুন পুরুলিয়ায়! কোথায় যাবেন? কী কী দেখবেন?

Published on:

Travel Visit To Purulia For Weekend Trip Check Details

বর্ষায় কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসতে চান? চোখ বন্ধ করে চলে যান পুরুলিয়া। হাতে সময় কম থাকলে পুরুলিয়া হয়ে উঠতে পারে আপনার শর্ট ট্রিপ ডেসটিনেসান। মাত্র দুদিনের ছুটিতেও পুরুলিয়া ঘোরা হয়ে যাবে ভালোভাবে। কীভাবে যাবেন? কোথায় কোথায় ঘুরবেন? জেনে নিন এক নজরে।

কাশিপুর রাজবাড়ি

পুরুলিয়া গেলে কাশিপুর রাজবাড়ি দেখতে ভুলবেন না। প্রায় ৮০০ বছর ধরে কাশিপুর শাসন করেছে পঞ্চকোট রাজ পরিবার। মহারাজার নীলমণি সিংহ দেও এই রাজবাড়ি নির্মাণ করেন। মাইকেল মধুসূদন দত্ত এই রাজবাড়িতে চাকরি করতেন। দুর্গাপূজার সময় গেলে এখানে খুব ধুমধাম করে পুজো দেখতে পারবেন।

Joychandi Pahar

জয়চন্ডী পাহাড়

জয়চন্ডী রেলস্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে রয়েছে জয়চন্ডী পাহাড়। আদ্রা স্টেশন থেকেও অবশ্য এখানে আসা যায়। এই পাহাড়েই হীরক রাজার দেশে ছবির শুটিং হয়েছিল। পাহাড়ের উপর জয়চন্ডী মন্দির এবং বজরং মন্দির আছে। ৫০০ সিড়ি বেয়ে পাহাড়ে উঠে চারপাশ দেখার অভিজ্ঞতাই আলাদা।

আরও পড়ুন : বর্ষায় ঘুরে আসুন দার্জিলিংয়ের এই জায়গা, কাশ্মীর-নৈনিতাল ভুলে যাবেন

গড় পঞ্চকোট

পুরুলিয়ার পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ এখন গড় পঞ্চকোট বলে পরিচিত। এখানে বেশ কিছু মন্দির আছে। এই মন্দির গুলোতে বর্গীদের আক্রমণ হয়েছিল। এখনো বেশ কিছু মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায়। পুরুলিয়া শহর থেকে গড় পঞ্চকোট ৫৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

আরও পড়ুন : নামমাত্র খরচে ভ্রমণ! ভরা বর্ষায় ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের ৫ জায়গা

Garh Panchkot

কোথায় থাকবেন?

পুরুলিয়াতে থাকার জন্য অনেক হোটেল পাবেন। ট্যাক্সি স্ট্যান্ড বা পোস্ট অফিসের কাছে হোটেল নিলে গাড়ি পেতে সুবিধা হয়। গাড়ি ভাড়া নিয়ে গড় সার্কিট যেতে পারেন। জয়চন্ডীতে থাকতে পারবেন সরকারি গেস্ট হাউসে। গড় পঞ্চকোটে দুপুর এবং বিকেলের খাবার পাওয়া যায় বেশ কিছু হোটেলে।

আরও পড়ুন : বৃষ্টির দিনে লং ড্রাইভে যাবেন? পার্টনারকে নিয়ে ঘুরে আসুন ৪ নদীর ধার

কীভাবে যাবেন?

যদি ট্রেনে করে যান তাহলে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধরে পুরুলিয়ায় নামতে হবে। ফেরার সময় একই ট্রেনে ফিরতে পারবেন। ধর্মতলা থেকে কিছু বাস পুরুলিয়ার উদ্দেশ্যে যায়। আবার গাড়িতে গেলে কলকাতা থেকে পুরুলিয়া যেতে ৫ ঘন্টা সময় লাগবে। কলকাতা থেকে দিল্লী রোড ধরে দুর্গাপুর, আসানসোল হয়ে পুরুলিয়া শহরে যাওয়া যায়।