গত ৪ঠা জুন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে NDA জোট সরকার। আপাতদৃষ্টিতে দেখলে বিজেপির ফলাফল তুলনামূলকভাবে দেশের বিভিন্ন জায়গায় বেশ কমেছে। তবে একটি রাজ্যে কিন্তু ব্যাপক সাফল্য লাভ করলো NDA জোট সরকার। ভারতের একমাত্র একটি রাজ্যেই বিরোধী শূন্য হলো NDA। সেই রাজ্য কোনটি?
এমনিতে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর কিছু পালাবদল ঘটেই। কোনও কোনও বিধায়ক জয় লাভের পর দলবদল করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরেও তার অন্যথা হয়নি। বেশ কিছু বিধায়ক NDA জোট সরকারের অন্তর্ভুক্ত হয়েছেন। সিকিম রাজ্যের সব বিধায়কই বর্তমানে NDA জোট সরকারের অন্তর্ভুক্ত। একমাত্র এই রাজ্যেই NDA বিরোধীশূন্য।
সিকিম রাজ্যে এখন কোনও বিরোধী দল নেই। বিরোধীদল থেকে মাত্র একজন বিধায়ক জয়লাভ করেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি সরকারের পক্ষে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। ২রা জুন যখন সিকিম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় তখন সিকিম ক্রান্তিকারী মোর্চা ৩২ টি আসনের মধ্যে ৩১ টি আসনে জয় লাভ করে। এই একটিমাত্র আসনে জয়লাভ করেন সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের তেনজিং নরবু লামথা। সদ্য দলবদল করেছেন তিনি।
আরও পড়ুন : এক ধাক্কায় কমে গেল সিকিম ঘোরার খরচ, জলের দরে ঘুরে আসুন গ্যাংটক
আরও পড়ুন : সিকিম যাওয়ার আদর্শ সময় কোনটি? কী কী দেখবেন? কীভাবে যাবেন?
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সম্প্রতি ফেসবুকে জানিয়েছেন তেনজিং নরবু লামথার সঙ্গে দেখা করেছেন তিনি। আনুষ্ঠানিকভাবেই সিকিম ক্রান্তিকারী মোর্চায় যোগদান করেছেন তেনজিং নরবু লামথা। বিগত ১০ বছরে এই নিয়ে দ্বিতীয়বার বিরোধীশূন্য হল সিকিম। বর্তমানে সিকিমের ৩২ টি আসনের মধ্যে ৩০ টি আসনে সকলেই সিকিম ক্রান্তিকারী মোর্চার সদস্য। বাকি দুটির মধ্যে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সোরেং-চাকুং আসন থেকে এবং তাঁর স্ত্রী কৃষ্ণা কুমারী রাই নামচি-সিংগিথাং আসন থেকে পদত্যাগ করেছেন। এই দুটি আসন থেকে নির্বাচিত তামাং রেনক প্রতিনিধিত্ব করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।