ট্রেনে এই ৫ সংখ্যার কোড লেখা থাকে কেন? ৯৯% মানুষ জানেন না

Published on:

What Are The Meaning Of 5 Digits Codes On Train

ট্রেনে যারা রোজ যাতায়াত করেন তারা নিশ্চয়ই ট্রেনের গায়ে ৫ সংখ্যার একটি নম্বর লক্ষ্য করেছেন? লোকাল হোক কিংবা দূরপাল্লার ট্রেন, প্রত্যেক কামরার গায়ে এরকম সংখ্যা লেখা থাকে। এই সংখ্যা দিয়ে আসলে কী বোঝায়? কেনই বা লেখা থাকে এরকম সংখ্যা? এই সংখ্যাগুলো আসলে কাদের জন্যই বা লেখা থাকে?

ট্রেনের গায়ে এই যে পাঁচটা সংখ্যা লেখা থাকে সেগুলো হলো আসলে একটি সংকেত। এই পাঁচটা নম্বর দেখেই ট্রেনের কামরার বয়স, শ্রেণী ইত্যাদি বোঝা যায়। স্লিপার, এসি, নাকি জেনারেল কামরা, আপনি তা বুঝতে পারবেন শুধু এই নম্বর দেখে। এর মধ্যে প্রথম দুটি সংখ্যা দিয়ে ট্রেনটির কামরা কোন সালে তৈরি হয়েছে তা বোঝা যায়।

Indian Railways

শেষের যে তিনটি সংখ্যা থাকে তা দিয়ে বোঝা যায় ট্রেনের কামরা কোন শ্রেণীর। ধরা যাক কোনও ট্রেনের কামরার গায়ে লেখা রয়েছে ২৩৩৫৮। তাহলে বুঝতে হবে ওই ট্রেনের ওই কামরাটি ২০২৩ সালে তৈরি হয়েছে। এবার কীভাবে বুঝবেন ট্রেনের ওই কামরা স্লিপার নাকি জেনারেল নাকি এসি? তাহলে লক্ষ্য করতে হবে শেষের তিনটি সংখ্যা।

আরও পড়ুন : যখন খুশি ঘুমোনো যাবে না! ট্রেনে ঘুমোতে গেলে এবার মানতেই হবে এই নিয়ম

Indian Trains

আরও পড়ুন : রেল যাত্রীদের জন্য সুখবর! ১৮ কোটি যাত্রী পাবেন এই বিশেষ সুবিধা

সাধারণত ০০১ থেকে ০২৫ পর্যন্ত এসি ফার্স্ট ক্লাস বোঝায়। ১০১ থেকে ১৫০ সংখ্যা হলে এসি থ্রি টায়ার বোঝায়। ১৫১ থেকে ২০০ হলে বুঝতে হবে এই কামরা চেয়ার কার। ২০১ থেকে ৪০০ হলে বুঝতে হবে স্লিপার ক্লাস। ৪০১ থেকে ৬০০ হলে জেনারেল কোচ বুঝতে হবে। আর ৬০১ থেকে ৭০০ হলে বুঝে নিতে হবে সেকেন্ড ক্লাস কোচ। যদি কোন ট্রেনের কামরার শেষের তিনটি সংখ্যা হয় ৮০০ কিংবা তার বেশি তাহলে বুঝবেন সেটা মেইল, জেনারেটর বা প্যান্ট্রিকার।