বাইরে কোথাও বেড়াতে গেলে হোটেলেই উঠতে হয়। নামিদামি যে হোটেলেই উঠুন না কেন, যতই চড়া ভাড়া দিন না কেন, হোটেলের কিছু কিছু নিয়ম কিন্তু আপনাকে মানতেই হবে। ভাড়া করেছেন বলেই আপনি হোটেলের ঘরে যা খুশি তাই করতে পারবেন না। হোটেলে গিয়ে কিছু কিছু কাজ করে ফেললে বেশ বিপাকে পড়ে যেতে হয়। জানুন সেগুলো কী কী।
ফায়ার এলার্ম থেকে সাবধান
নামিদামি হোটেলের ঘরে ফায়ার এলার্ম বসানো থাকে। ঘরের অ্যাটাচড বাথরুমে স্নান করার সময় অবশ্যই দরজা লক করবেন। কারণ স্নানের সময় গরম জল ব্যবহার করলে সেই ভাপ যদি বাথরুমের বাইরে বেরিয়ে ঘরে চলে আসে তাহলে ফায়ার এলার্ম বেজে উঠবে।
নিজের জিনিস সামলে রাখুন
নিজের খুব দরকারি ও দামী জিনিস হোটেলের ঘরে রেখে ঘুরতে বেরোবেন না। গয়না, দামি ঘড়ি, টাকা-পয়সা, এটিএম কার্ড ঘরে রেখে বেরোবেন না। সব সময় দরকারি জিনিস নিজের সঙ্গে রাখুন।
সিগারেট খাবেন না
হোটেলের ঘরে সিগারেট খাওয়ার অনুমতি নেই। সিগারেট খেতে হলে আপনাকে বাইরে বেরিয়ে খেতে হবে। অনেকে এই নিয়ম মানেন না। হোটেলের ঘরে সিগারেট খেতে গিয়ে ধরা পড়লে কিন্তু জরিমানা দিতে হবে।
আরও পড়ুন : হোটেলের বিছানায় শুধু সাদা চাদর পাতা হয় কেন? আসল কারণ জানল চমকে যাবেন
হোটেল থেকে এই জিনিসগুলো সরাবেন না
অতিথিদের জন্য হোটেলের বাথরুমে শ্যাম্পু, সাবান, কন্ডিশনার, টুথপেস্ট দেওয়া হয় অনেক সময়। এগুলো আপনি সঙ্গে নিয়ে বাড়ি আসতে পারেন। কিন্তু হোটেলের স্নান পোশাক এবং তোয়ালে ব্যাগে ভরে বাড়িতে আনতে যাবেন না। এতে কিন্তু বিপাকে পড়তে হবে।
আরও পড়ুন : হোটেলের ঘরে ঢুকে আগেই চেক করে নিন এই জিনিসগুলো, নইলে ঠকবেন
আরও পড়ুন : হোটেলের ঘরে ঘুম আসতে চায় না? মেনে চলুন এই ৬ টিপস
হ্যাকিং থেকে সাবধান
হোটেলের ওয়াইফাই ব্যবহার করে নিজের কোনও গোপন তথ্য শেয়ার করতে যাবেন না। যেমন নিজের ব্যাঙ্কের তথ্য, পাসওয়ার্ড ইত্যাদি। এতে আপনার ফোন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।