বর্ষায় পাহাড়ে ঘুরতে যাচ্ছেন? এই ৫ বিষয় মাথায় না রাখলে বিপদে পড়বেন

Published on:

Things You Must Keep In Mind Before Travelling In Mountain In Monsoon

বর্ষার সময় পাহাড় হয়ে ওঠে মায়াবী। সেই রূপের সাক্ষী থাকতে অনেকেই দলে দলে পাহাড়ে ছোটেন। কিন্তু বর্ষার সময় পাহাড়ে যাওয়ার আগে কিছু বিষয়ে মাথায় রাখতেই হবে। এই সময় পাহাড়ে জায়গায় জায়গায় বিপদ ওঁত পেতে লুকিয়ে থাকে। একটুও অসাবধান হলেই ঘটে যেতে পারে বিপদ। তবে একটু সাবধান হলেই আবার নিরাপদে পাহাড় ঘুরে ফেলা যায়। জেনে নিন বর্ষার সময় পাহাড় ঘোরার পরিকল্পনা থাকলে কী কী বিষয় মাথায় রাখতে হবে।

হাতে রাখুন অতিরিক্ত সময়

যদি চার দিনের জন্য কোথাও বেড়ানোর পরিকল্পনা থাকে তাহলে হাতে অন্ততপক্ষে এক থেকে দু দিন বাড়তি সময় রেখে টিকিট কাটতে হবে। পাহাড়ে মাঝেমধ্যেই ধ্স নামে বর্ষার সময়। ভারী বৃষ্টি হলে রাস্তায় বেড়ানোই বন্ধ হয়ে যায়। হাতে দুদিন অতিরিক্ত সময় থাকলে ফেরার তাড়া থাকবে না। আরামসে ট্রিপ শেষ করে ফিরতে পারবেন।

Mountain

আবহাওয়ার পূর্বাভাসের উপর নজর রাখুন

যখনই বেরোনোর পরিকল্পনা করুন না কেন আবহাওয়ার খবরের উপর অবশ্যই একবার নজর বুলিয়ে নেবেন। বিশেষ করে ট্রেকিংয়ের আগে আবহাওয়ার খবর নিতে ভুলবেন না। বৃষ্টির পূর্বাভাস থাকলে ট্রেকিংয়ের পরিকল্পনা ত্যাগ করুন।

স্থানীয়দের উপর ভরসা রাখুন

পাহাড়ের কোনও এলাকাতে বৃষ্টি হবে কিনা বা আবহাওয়া কেমন থাকবে তা আপনাকে সবথেকে ভালো জানাতে পারবেন স্থানীয়রা। তাই তাদের থেকে পরামর্শ নিন। ভারী বর্ষায় একা কোথাও বেরোবেন না। সঙ্গে রাখুন স্থানীয় ড্রাইভার কিংবা গাইড।

আরও পড়ুন : বর্ষায় পাহাড়ে যাওয়ার আগে কী কী করবেন? জেনে রাখুন কিছু ছোট্ট টিপস

TRAVEL TIPS

জুতো এবং জামা কাপড়

বর্ষায় ঘুরতে গেলে রেনকোট অবশ্যই সঙ্গে রাখুন। সঙ্গে হালকা শীতের পোশাক রাখতে হবে। জুতো ওয়াটারপ্রুফ হতে হবে।

আরও পড়ুন : বেড়াতে গেলে সঙ্গে রাখুন এই 8 গ্যাজেট, ৯৯% কমে যাবে বিপদের সম্ভাবনা

TRAVEL TIPS

আরও পড়ুন : ল্যাপটপ থেকে জামা-জুতো, কীভাবে একটাই ব্যাগে সব জিনিস গোছাবেন?

মশা মারার ধুপ এবং ক্রিম

বর্ষায় এমনিতেই পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। বিশেষ করে মশা আপনার পিছু ছাড়বে না। অতএব মশা মারার ধুপ এবং মশার দূরে রাখার ক্রিম রাখুন সঙ্গে। পাহাড়ের জোঁকের সমস্যাও বাড়ে এই সময়ে। তাই কিছুটা পরিমাণ নুন রাখুন সঙ্গে।