কলকাতায় গেলে কোথায় কোথায় ঘুরবেন? রইল কলকাতার সেরা দর্শনীয় স্থানের তালিকা

কলকাতায় গেলে কোথায় কোথায় ঘুরবেন? কী কী দেখবেন? কীভাবে করবেন টুর প্ল্যান? দেখুন।

শুধু চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর বা সায়েন্সসিটি নয়, কলকাতায় খুলেছে নতুন ইকোপার্ক। দেখুন কলকাতার সেরা দর্শনীয় স্থানের তালিকা।

ইকোপার্ক

মঙ্গলবার থেকে শনিবার দুপুর ২.৩০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত ইকোপার্কে ঘুরতে পারবেন। টিকিটের দাম ২০ থেকে ৫০ টাকা। তবে সন্ধ্যে ৭.৩০ টার পর টিকিট দেওয়া হয় না।

চিড়িয়াখানা

সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। টিকিট পাওয়া যায় সকাল ৯.০০টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত। ২০ থেকে ৩০ টাকা টিকিটের মূল্য।

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল

সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভিক্টোরিয়া উদ্যান খোলা থাকে। ভিতরের প্রদর্শনী শালা সকাল ১০টায় খোলে। ভারতীয় নাগরিকদের জন্য টিকিটের মূল্য ৩০ টাকা। শিক্ষার্থীরা অবশ্য বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারে।

জাদুঘর

সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে জাদুঘর। ২০ থেকে ৫০ টাকা প্রবেশ মূল্য। ক্যামেরা নিয়ে ঢুকতে হলে বেশি টাকা দিতে হবে।

সায়েন্স সিটি

ক্যাবলকার, মোনো সাইকেল, ক্যাটার পিলার, গ্যাভিসিটি কশটার, রোড ট্রেন সহ একাধিক ব্যবস্থা রয়েছে কলকাতার সায়েন্স সিটিতে। শুধু সায়েন্স সিটি ঘুরে দেখতেই কেটে যাবে একটা বেলা।