নতুন নতুন জায়গায় বেড়াতে ভালোবাসেন? অথচ খরচের ভয়ে মনের মধ্যে ইচ্ছে দমন করতে হচ্ছে? তাহলে আপনার জন্যই আজকের এই প্রতিবেদন। খুব ছোট ছোট কিছু ট্রিকস মেনে চললে আপনি বেড়াতে যাওয়ার খরচ তুলে ফেলতে পারবেন। পকেটেও টান পড়বে না। তবে তার জন্য প্রতিদিনের খরচ অল্প অল্প কমাতে হবে। কীভাবে কমাবেন? কীভাবে বেড়ানোর জন্য টাকা সঞ্চয় করবেন? জানুন এই প্রতিবেদন থেকে।
আগে থাকতে প্ল্যান করুন
যখন কোথাও যাওয়ার কথা ভাবছেন তখন হঠাৎ করে বেরিয়ে পড়বেন না। যাওয়ার আগে কতজন যাচ্ছেন, কোথায় কোথায় ঘুরবেন, কতদিন থাকতে হবে ইত্যাদি বিষয়ের খরচ আগে থাকতেই স্থির করে রাখুন। কোথায় থাকলে খরচ কম হবে, অল্প খরচে কীভাবে ঘোরা যাবে সব হিসেব করে রাখুন।
অপ্রয়োজনীয় খরচ করবেন না
অনেক সময় আমরা অপ্রয়োজনীয় জিনিসে অতিরিক্ত খরচ করে ফেলি। যেমন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া, মাল্টিপ্লেক্সে বসে সিনেমা দেখা ইত্যাদির বদলে যদি বাড়িতেই সিনেমা ও ওয়েব সিরিজ দেখেন ওটিটিতে, বাড়িতেই বন্ধুদের নিয়ে আড্ডা দেন তাতে খরচ কিছুটা কম হবে। প্রত্যেক মাসে এই টাকাগুলো জমিয়ে আপনি বেড়ানোর খরচ তুলে ফেলতে পারবেন।
আলাদা খাতে টাকা জমান
প্রত্যেক মাসে প্রয়োজনীয় খরচের পর কিছুটা টাকা আগে থেকেই সরিয়ে রাখুন। সারা বছর ধরে প্রত্যেক মাসে এইভাবে টাকা জমাতে পারলে ভালো হয়। এক্ষেত্রে টাকাটা আপনি ব্যাঙ্কে এফডি করে রাখতে পারেন। এক বছরে এইভাবে টাকা জমালে কোনও বড় টুর প্ল্যান করে ফেলতে পারবেন।
অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে দিন
অনেক সময় আমরা আমাদের বাড়িতে বহু অপ্রয়োজনীয় জিনিস রেখে দিই। এগুলো বরং বিক্রি করে দিলে কিছুটা টাকা হাতে আসবে।
উপহারের টাকা জমান
যদি কোনও অনুষ্ঠানে বা কারও থেকে উপহার বাবদ টাকা পান তাহলে তা খরচ করে ফেলবেন না। বরং জমিয়ে রাখুন। বেড়ানোর সময় কাজে লাগবে।
আরও পড়ুন : পূজোর ছুটিতে বেড়াতে যাবেন? দেখুন কম বাজেটে বেড়ানোর সেরা ৫টি জায়গা
পরিবহনের খরচ বাঁচান
যতটা পারবেন মেট্রো, শেয়ার ক্যাব কিংবা বাস ব্যবহার করুন নিত্যদিনের যাতায়াতের জন্য। এতে অনেকটা টাকা বাঁচানো যায়। এর থেকে যে টাকাটা জমাতে পারবেন সেই দিয়ে আরামসে ট্যুর প্ল্যান হয়ে যাবে।
আরও পড়ুন : বেড়াতে গেলে সঙ্গে রাখুন এই 8 গ্যাজেট, ৯৯% কমে যাবে বিপদের সম্ভাবনা
বাড়ির খাবার খান
অনেকেই আছেন যারা খুব বেশি বাইরের খাবার খান কিংবা অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করে নেন। এতে কিন্তু অযথা অনেক বেশি টাকা খরচ হয়। এর বদলে বাড়ির তৈরি খাবার খান। ইউটিউব থেকে শিখে নিয়ে নিজেই পছন্দের খাবার বানিয়ে নিন।