কলকাতায় উঠে যাচ্ছে ২৫০০ বাস! চূড়ান্ত হয়রানির মুখে যাত্রীরা

Published on:

Around 2500 Buses Will Stop Service In July 2024

বর্তমানে নিত্যদিনের যাত্রার জন্য অনেকেই বাসের উপর ভরসা করেন। স্বল্প দূরত্বের যাত্রার জন্য প্রধানত বাস অনেকের পছন্দ। বাংলাতেই প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন বাসে। কিন্তু আগামী দিনে এই বাস নিয়েই বড় এক সমস্যার মুখে পড়তে চলেছেন সকলে। কারণ রাস্তা থেকে নাকি তুলে দেওয়া হবে কয়েক হাজার বাস।

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে ১৫ বছরের বেশি পুরনো বাস এবার আর চালানো যাবে না কলকাতায়। জুলাই মাস থেকে শুরু করে পুজো পর্যন্ত প্রায় ২০০০ এর বেশি বাস তুলে নেওয়া হবে বলে শোনা যাচ্ছে। যার ফলে হাওড়া, কলকাতার মধ্যে চলাচল করে এরকম বাসের অভাব দেখা দেবে। একাধিক রুটে বাসের সংখ্যা কমে যাবে। যার ফলে যাত্রীরাও পড়বেন সমস্যায়।

BUS

কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় অর্ধেক বাস উঠে যাবে রাস্তা থেকে। কিন্তু সেই জায়গাতে নতুন বাস চালানো হবে না এখনই এমনটাই জানা যাচ্ছে। বেসরকারি বাস মালিকরা বলছেন এই মুহূর্তে তাদের কাছে নতুন বাস নামানোর মত টাকা নেই। করোনার কারণে দুই বছর তাদের নানা সমস্যায় পড়তে হয়েছে। তারা অতি দ্রুত সরকারের হস্তক্ষেপ চাইছেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশ, ১৫ বছরের বেশি বয়সের কোনও বাস রাস্তায় চলাচল করতে পারবে না। শহর এবং শহরতলী থেকে এরকম বাস তুলে নিতে হবে। কলকাতা শহর এবং কেএমডিএ এলাকায় পুরনো বাস চালানো নিষিদ্ধ হয়েছে। ২০২৪ সালের ৩১শে জুলাই এর মধ্যে হাইকোর্টের এই নির্দেশ মানতে হবে। প্রধানত কলকাতায় পরিবেশ দূষণ রোধ করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : গাড়ি কিংবা বাসের সব থেকে নিরাপদ সিট কোনটি? কোন সিটে বসলে দুর্ঘটনার আশঙ্কা কম?

BUS

আরও পড়ুন : অফিস টাইমে চালু হল লেডিস স্পেশাল বাস, কোন কোন রুটে চলবে?

এই মুহূর্তে ভারতের বাজারে স্টেজ সিক্স বাসের বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। এত পরিমাণ টাকা দিয়ে নতুন বাস নামানোর মত পরিস্থিতি নেই বাস মালিকগুলোর কাছে। তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর হলে পুরনো বাস তো উঠে যাবে। কিন্তু নতুন বাস রাস্তায় নামানো সম্ভব হবে না। যার ফলে সমস্যায় পড়তে হতে পারে যাত্রীদের।