EMU নাকি MEMU? কোন লোকাল ট্রেনের সুবিধা বেশি? কোনটার কী পার্থক্য?

Published on:

What Are The Difference And Meaning Of EMU MEMU And DEMU Train

এক্সপ্রেস, সুপারফাস্ট, মেল, সেমি হাই স্পিড থেকে লোকাল, ভারতীয় রেলের একাধিক বিভাগ রয়েছে। যখন স্বল্প দূরত্বের জন্য লোকাল ট্রেনে চাপেন তখন নিশ্চয়ই EMU, DEMU, MEMU এরকম নাম লক্ষ্য করেছেন? এরকম আলাদা আলাদা নামের মানে কী? কোনটার কি অর্থ বোঝায়? যাত্রীদের জন্য কোনটা বেশি সুবিধার? জানুন এই প্রতিবেদন থেকে।

EMU ট্রেন

এর অর্থ হল ইলেকট্রিক মাল্টিপ্যাল ইউনিট ট্রেন। এই ট্রেনের অনেকগুলা ইউনিট থাকে। প্রত্যেকটা ইউনিটে ২ টো ট্রেইলার, একটি মোটর কোচ থাকে। ট্রেইলার কোচে ১১৩ জন এবং মোটর কোচে ৯৮ জন যাত্রী বসতে পারেন। বিদ্যুৎ চালিত এই ট্রেন ঘন্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার বেগে ছুটতে পারে।

EMU TRAIN

EMU ট্রেনে কোচের সংখ্যা সাধারণত তিনের গুণিতকে হয়। এখন ৯ কোচ এবং ১২ কোচের ট্রেন চলছে পূর্ব রেলে। এখন পূর্ব রেলে রোজ ১ হাজার ২৭২ টি EMU ট্রেন চালানো হয়। হাওড়া ডিভিশনের ৩৮৬ টি এবং শিয়ালদহ ডিভিশনে ৮৮৬ টি EMU লোকাল ট্রেন চলে।

MEMU ট্রেন

EMU ট্রেনের মতোই দেখতে MEMU ট্রেন। এর সম্পূর্ণ অর্থ মেইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। একে আবার মেনলাইন EMU ট্রেনও বলা হয়। এই ট্রেনগুলোর শহরতলীর বাইরের অঞ্চলে স্বল্প এবং মাঝারির দূরত্বের জন্য চালানো হয়। MEMU ট্রেনের কামরার সংখ্যা EMU ট্রেনের থেকে বেশি।

MEMU TRAIN

বর্তমানে পূর্ব রেলের তরফ থেকে মোট ১৪১ টি MEMU ট্রেন চালানো হচ্ছে। এর মধ্যে হাওড়া ডিভিশনে ৪৫টি, শিয়ালদহ ডিভিশনে ১৩ টি, আসানসোলে ৮৫ টি এবং মালদা ডিভিশনে ৬ টি ট্রেন চলে।

আরও পড়ুন : বিনা টিকিটে ট্রেনে চাপার দিন শেষ, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে চালু হলো বিশেষ ব্যবস্থা

DEMU

আরও পড়ুন : কীভাবে ট্রেনে মিডিল বার্থের চেইন আটকাতে হয়? না জানলে দুর্ঘটনা ঘটবেই

DEMU ট্রেন

DEMU ট্রেন কথাটির সম্পূর্ণ অর্থ ডিজেল মাল্টিপল ইউনিট। ডিজেল চালিত এই ট্রেনগুলোকে স্বল্প দূরত্বের জন্য চালানো হয়। এই ট্রেনে মোট তিনটি ভাগ রয়েছে। ডিজেল ইলেকট্রিক ডেমু, ডিজেল হাইড্রোলিক ডেমু এবং ডিজেল মেকানিক্যাল ডেমু ট্রেন। প্রত্যেক তিনটি কোচের পর একটি পাওয়ার কোচ থাকে এই ট্রেনগুলোতে। পূর্ব রেলের ৫০ টি ডেমু ট্রেনের মধ্যে এখন ১১ টি হাওড়া ডিভিশন এবং ৩৯ টি মালদা ডিভিশনে চলছে।