বর্ষায় দু-একদিনের ছুটিতে ঘুরে ফেলুন এই ৫ সমুদ্রতট

বর্ষা এসে গিয়েছে। এই বর্ষায় যারা সমুদ্রের উত্তাল রূপ দেখতে চান ও তার সঙ্গে মাছ, কাঁকড়া, সিফুড খেয়ে রসনা তৃপ্ত করতে চান তারা ঘুরে আসুন এই ৫ সমুদ্রতট থেকে।

লাল কাঁকড়ার বিচ

ঘুরে আসুন মন্দারমণি থেকে নামমাত্র দূরে লাল কাঁকড়ার বিচে। চাউলখোলা স্টেশনে নেমে ‌অটো অথবা টোটোতে এখানে পৌঁছানো যায়। যাওয়ার আগে বুকিং করে গেলে সুবিধা হবে।

ডুবলাগিরি

বাগদা সৈকতও বলে একে। ট্রেনে বালেশ্বর নেমে সেখান থেকে গাড়িতে করে যাওয়া যায়। এখানে প্রচুর মাছ খেতে পারবেন।

যমুনাসুল সমুদ্র সৈকত

উড়িষ্যার এই অজানা সমুদ্র সৈকতে নিরিবিলিতে ক্যাম্পিং করতে পারবেন রাতে। বাস্তার স্টেশনে নেমে সেখান থেকে যাওয়া যায়।

লালগঞ্জ সমুদ্র সৈকত

নামখানা থেকে কিছুদূর এগিয়ে লালগঞ্জ সমুদ্র সৈকতে পৌঁছানো যায়। ট্রেনে করে নামখানায় নেমে টোটো ধরে যেতে হয়।

আস্তারাঙ্গা সমুদ্র সৈকত

উড়িষ্যার আস্তা রাঙ্গা সমুদ্র সৈকতে অলিভ রিডলি কচ্ছপ দেখা যায়। সেই সঙ্গে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। মাছ খেতে ভালোবাসলে এখানে একবার অবশ্যই আসবেন।