পুরীর জগন্নাথ মন্দির ছাড়াও দেখতে পারেন উড়িষ্যার এই ৫ দর্শনীয় স্থান

পুরী মানেই শুধু জগন্নাথ দেবের মন্দির নয়। রয়েছে আরও একাধিক দর্শনীয় স্থান। এবার পুরীতে ঘুরতে গেলে একবার দেখে আসতে ভুলবেন না।

পুটসিল

ভুবনেশ্বর থেকে ৪২৫ কিলোমিটার দূরে অবস্থিত পুটসিল গ্রামকে উড়িষ্যার সুইজারল্যান্ড বলা হয়। এখানে পাহাড়, জলপ্রপাত, ঝর্ণা, কফি বাগান দেখতে পাবেন।

হীরাকুদ বাঁধ

উড়িষ্যার সম্বলপুর থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত এই বাঁধের কাছে রয়েছে বুধরাজা পাহাড়, বুধরাজা মন্দির, পদ্মাপুর গ্রাম, পদ্মসেনী মন্দির, ক্যাটস আইল্যান্ড।

কটক

উড়িষ্যার কটক হস্তশিল্প, রুপোর গয়নার জন্য বিখ্যাত। এখানে ভিতরকণিকা জাতীয় উদ্যান বন্যপ্রাণী অভয়ারণ্য, বরাবতী দুর্গ, স্টোন রিভেটমেন্ট, ধবলেশ্বর, পারদ্বীপ সমুদ্র সৈকত দেখতে পারেন।

জাতীয় উদ্যান

ময়ূরভঞ্জে অবস্থিত জাতীয় উদ্যানে রয়েছে ব্যাঘ্র প্রকল্প। এর পাশাপাশি এখানে হাতি এবং বিভিন্ন রকমের পাখি দেখা যায়। প্রায় ৯৬ প্রজাতির অর্কিড রয়েছে এখানে।

সাতকোশিয়া টাইগার রিজার্ভ

সাতকোশিয়া শহরে অবস্থিত এই বন্যপ্রাণী অভয়ারণ্যে আপনি বিভিন্ন প্রজাতির গাছ হাতি পাখি দেখতে পাবেন।