শুধু জগন্নাথ মন্দির নয়, পুরীতে রয়েছে দেখার মত এই ৫টি জায়গা

Published on:

5 Tourist Spots In Odisha Except Puri

রথযাত্রা উপলক্ষে বাঙালি এখন সদলবলে ছুটছে পুরীর উদ্দেশ্যে। জগন্নাথ দর্শনের টানে অবশ্য সারা বছরই পুরীতে ভিড় লেগে থাকে। কিন্তু বেশিরভাগ মানুষই বাংলা ছেড়ে ভিন রাজ্যে গিয়ে শুধু পুরী দেখে ফিরে আসেন বাড়িতে। বাংলার প্রতিবেশী উড়িষ্যা রাজ্যে যে দেখার মত আরও অনেক স্থান রয়েছে তা অনেকেই জানেন না। এই প্রতিবেদন থেকে জেনে নিন পুরীতে শুধু জগন্নাথ দর্শন ছাড়া আর কী কী করতে পারবেন।

পুটসিল

উড়িষ্যার কোরাপুটের কাছে রয়েছে একটা ছোট্ট সুন্দর গ্রাম। যার নাম পুটসিল। অনেকে একে উড়িষ্যার সুইজারল্যান্ড বলে থাকেন। ভুবনেশ্বর থেকে ৪২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এখান থেকে পুটসিল মাউন্টেন পয়েন্ট না দেখলেই চরম মিস করবেন। বিশেষ করে বর্ষার সময় এখানকার আবহাওয়া অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। এখানে জলপ্রপাত, ঝর্ণা ও কফির বাগান দেখবেন।

Hirakud Dam

হীরাকুদ বাঁধ

উড়িষ্যার সম্বলপুরের মহানদীর ধারে অবস্থিত হীরাকুদ বাঁধ। প্রায় ৫৬ কিলোমিটার এর বেশি লম্বা এই বাঁধের উপর দিয়ে আপনি ড্রাইভ করতে উপর দিয়ে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন। এই বাঁধের কাছেই রয়েছে বুধরাজা পাহাড় যার শিখরে বুধরাজা মন্দির রয়েছে। আর এখানে রয়েছে ঘন্টেশ্বরী মন্দির। কাছেই রয়েছে পদ্মাপুর গ্রাম যেখানে পদ্মসেনী মন্দির রয়েছে। আর রয়েছে ক্যাটাল আইল্যান্ড।

কটক

কটককে উড়িষ্যার বাণিজ্যিক নগরী বলা হয়। এখানকার হস্তশিল্প পৃথিবী বিখ্যাত। এখানে খুব ধুমধাম করে দুর্গা পূজা এবং মকর সংক্রান্তি হয়। কটকের ভিতরকণিকা জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য, বরাবতী দুর্গ, স্টোন রিভেটমেন্ট, ধবলেশ্বর, পারদীপ সমুদ্র সৈকত দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম।

Simlipal National Park

জাতীয় উদ্যান

উড়িষ্যার ময়ূরভঞ্জে রয়েছে ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে ব্যাঘ্র প্রকল্প রয়েছে। ঘন অরণ্য, সবুজ তৃণভূমি, জলপ্রপাত এবং নদী আপনার নজর কাড়বে। এখানকার জীব এবং উদ্ভিদ বৈচিত্র্যও নজরকাড়া। এখানে প্রায় ৯৬ প্রজাতির অর্কিড রয়েছে।

আরও পড়ুন : বর্ষায় ঘোরার জন্য ভারতের সেরা ১০টি জায়গা, একবার গেলে বারবার যাবেন

Satkosia Tiger Reserve

আরও পড়ুন : বর্ষার সৌন্দর্য উপভোগ করতে চান? উইক এন্ডে ঘুরে আসুন এই ৪ জায়গা থেকে

সাতকোশিয়া টাইগার রিজার্ভ

ভুবনেশ্বর থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত একটি মনোরম শহরের নাম সাতকোশিয়া। এখানে রয়েছে টাইগার রিজার্ভ। এছাড়া হাতি , বিভিন্ন রকমের পাখির দেখতে পাবেন। আর রয়েছে কুয়ানরিয়া ডিয়ার পার্ক এবং কান্তিলো নীলমাধব মন্দির।