রাত দিন সব সময়ই জেগে কি থাকতে পারে কোনও মানুষ? সাধারণত আমাদের দেশে সব জায়গাতে দিনে কাজ আর রাতে ঘুমের চল রয়েছে। কিন্তু এর মাঝেও রয়েছে এমন একটি শহর যেখানকার মানুষ রাতেও ঘুমান না। রাত দিন সবসময় জেগে থাকে এই শহর। একে বলা যেতে পারে ঘুমহীন নগরী। জানেন কি ভারতের সেই ঘুমহীন নগরের নাম কী?
এই শহর রয়েছে দক্ষিণ ভারতে। কথা হচ্ছে দক্ষিণ ভারতের মেট্রোপলিটন শহর মাদুরাই নিয়ে। তামিলনাড়ুতে অবস্থিত এই শহরকে নিদ্রাহীন শহর বলে থাকেন অনেকে। না, এখানকার মানুষেরা ক্লাব, পার্টি কিংবা নাইট আউট করেন না। তবুও এই শহরের নাম হয়েছে ঘুমহীন শহর। কেন জানেন?
তামিলনাড়ুর মাদুরাই শহর ভাইগাই নদীর তীরে অবস্থিত। এখানে প্রায় আড়াই হাজারের বেশি সময় আগে মানুষ বসতি গড়ে তুলেছিল। এই শহরের আরেক নাম থুঙ্গা নগরম। তামিল ভাষায় এর অর্থ যে শহর কখনোই ঘুমায় না। দক্ষিণ ভারতের এই শহরকে আবার কুডাল মানগরও বলা হয়। আবার একেবারে হয় প্রাচ্যের এথেন্স।
আসলে মাদুরাই শহরের একটি নয় অনেক নাম রয়েছে। ঘুমহীন শহর, প্রাচ্যের এথেন্স ছাড়াও একে জুঁই ফুলের শহর বলা হয়। আসলে এই শহরের চারিদিকে জুঁই ফুলের গাছ রয়েছে অনেক। তামিল ভাষায় বলা হয় মল্লিগাই মানগর। এখানকার জুঁই ফুল মাদুরাই মল্লী নামে বিখ্যাত। কোড আই ক্যানেল পাহাড়ের পাদদেশে এবং মাদুরাইতে সকালে ফুলের বাজারে টনটন জুঁই ফুলের কেনাবেচা হয়। ২০০০ কৃষক রোজ এখানে ফুল বেচেন।
আরও পড়ুন : পাহাড়, ঝর্ণা, জঙ্গল সব এক জায়গাতেই! ভরা বর্ষায় বেলপাহাড়ি গেলে ময়ূরের মত নাচবে মন
আরও পড়ুন : বর্ষায় ঘোরার জন্য ভারতের সেরা ১০টি জায়গা, একবার গেলে বারবার যাবেন
কেউ একে বলেন তেন মাদুরাই অর্থাৎ দক্ষিণের মথুরা। পঞ্চভূমির অন্যতম মরুদমের নাম থেকে এর এরকম নাম এসেছে মনে করা হয়। মাদুরাই শহরের অতীত খুবই প্রসিদ্ধ। এখানে পাণ্ড্য রাজাদের রাজত্ব ছিল একসময়। সমগ্র দক্ষিণ ভারত জুড়ে চোল রাজবংশের শাসনকালে এই শহরে পাণ্ড্য রাজাদের আধিপত্য ছিল। শিক্ষার দিক থেকে খুবই এগিয়ে দক্ষিণ ভারতের এই শহর। বিশুদ্ধ তামিল ভাষায় এখানকার প্রত্যেকটা মানুষ কথা বলেন।