কীভাবে ট্রেনে মিডিল বার্থের চেইন আটকাতে হয়? না জানলে দুর্ঘটনা ঘটবেই

Published on:

How To Tie Chain To Make Middle Berth In Train Check Video

ইদানিং মিডিল বার্থ ছিঁড়ে বারবার দুর্ঘটনা ঘটার খবর প্রকাশ্যে আসছে। এই ঘটনার কারণে একজন ব্যক্তির মৃত্যুও হয়েছে। অপর আরেকটি ঘটনায় আরেক ব্যক্তি আহত হয়েছেন। বারবার এরকম ঘটনা ঘটার কারণে ভারতীয় রেলের উপর দায় চাপাচ্ছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। এবার তাই নড়েচড়ে বসল প্রশাসন। যাত্রীদের জন্য বিশেষ একটি ভিডিও দিয়ে শিখিয়ে দেওয়া হয়েছে মিডিল বার্থ আটকানোর নিয়ম।

কিছুদিন আগে তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের কাছে এর্নাকুলাম হযরত নিজামুদ্দিন মিলিয়ন সুপারফাস্ট ট্রেনে এক বাষট্টি বছরের বৃদ্ধের মৃত্যু হয় ট্রেনের মিডিলবার্থ খুলে যাওয়ায়। ওই ব্যক্তি লোয়ার বার্থে ছিলেন। যাত্রী সমেত মিডিলবার্থ ওই ব্যক্তির ঘাড়ে এসে পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে আবার সম্প্রতি উত্তরবঙ্গ এক্সপ্রেসেও মিডিল বার্থ পড়ে বিমলেন্দু রায় নামের এক যাত্রী আহত হয়েছেন।

Indian Railways

বারবার এরকম ঘটনা ঘটাতে বেশ আতঙ্কে ভুগছেন ‌দূরপাল্লার ট্রেনের বিশেষ করে স্লিপারের যাত্রীরা। এখন আর মিডিল বার্থের নিচে থাকতে চাইছেন না কেউ। যেভাবে পরপর বার্থ খুলে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটছে তাতে শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করতেই হল। রেলের তরফ থেকে বিশেষ একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সম্প্রতি।

আরও পড়ুন : ট্রেনের শেষ কামরার পেছনে X লেখা থাকে কেন?

আরও পড়ুন : ট্রেনের টিকিট বাতিল করবেন কীভাবে? জানুন ভারতীয় রেলের নিয়ম

কীভাবে মিডল বার্থ আটকাতে হয় তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে এই ভিডিওতে। ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার থেকে ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ফেসবুকের ভিডিও দেখে শিখে নিতে পারবেন ট্রেনের বার্থ আটকানো। শুধু নিজের জন্য নয়, যাত্রার সময় অন্য যাত্রীর বার্থ ঠিকমতো আটকানো হয়েছে কিনা সেটাও আপনি খেয়াল রাখতে পারবেন। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে নিজের জীবন নিয়ে সতর্ক আপনাকেই থাকতে হবে। তাই দেখে নিন এই ভিডিও।