অত্যাধুনিক হচ্ছে বাংলার এই রেলস্টেশন! থাকবে বিমানবন্দরের মত সুযোগ-সুবিধা

Published on:

Several Rail Stations Are Going To Modify By By North East Railways

ভারতীয় রেল দিনে দিনে উন্নত থেকে উন্নততর হয়ে চলেছে। যাত্রীদের ক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য একের পর এক পরিকল্পনা করা হচ্ছে। এবার অমৃত ভারত স্টেশন স্কিম প্রকল্পের আওতায় বিশ্বমানের সুযোগ-সুবিধা সম্পন্ন বেশ কিছু রেলস্টেশন চালু হতে চলেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আওতায় ৯১ টি এরকম উন্নত মানের রেলস্টেশন তৈরি হবে। তার মধ্যে বাংলার একটি রেলস্টেশনও আছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনও উন্নত মানের করা হবে। তার জন্য ২৪.৮৭ কোটি টাকা ব্যয় করা হবে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন। এখানেও আন্তর্জাতিক মানের রেলস্টেশন তৈরি হবে। যার কাজ প্রায় ৫০ শতাংশ হয়ে গিয়েছে।

Indian Railways

এই নতুন রেলওয়ে স্টেশনগুলোতে থাকবে অত্যাধুনিক সুযোগ সুবিধা। প্লট কভারেজ থেকে শুরু করে ভবিষ্যতে অতিরিক্ত প্ল্যাটফর্ম তৈরি করা হবে, থ্রিডি ভিউ, মাস্টার প্ল্যান, সীমানা নির্ধারণ, স্থানান্তরিত ও ভেঙে ফেলার মত কাজগুলো এখন দ্রুত সম্পন্ন করে ফেলা হচ্ছে। সেই সঙ্গে রিটেইল কিওস্ক, ১২ মিটার এফওবি পরিকল্পনা করা হয়েছে।

লিফট এর পাশাপাশি এফ ও বি এর সুযোগ-সুবিধা দেওয়া হতে পারে এই অত্যাধুনিক রেলস্টেশনগুলোকে। শারীরিকভাবে অক্ষমদের জন্য আলাদা করে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। শারীরিকভাবে অক্ষম মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা শৌচালয় তৈরির কাজ চলছে। এছাড়া আরও একাধিক পরিকল্পনা করা হয়েছে যা দ্রুত বাস্তবায়ন করা হবে।

Indian Railways

প্ল্যাটফর্ম লেআউট, সাইনেজ প্ল্যান, ড্রেনেজ প্ল্যান, কেবল রুট প্ল্যান ইত্যাদি বিষয়গুলো যুক্ত করা হয়েছে পরিকল্পনার আওতায়। স্টেশনগুলোতে বৃষ্টির জল সংগ্রহ, নালা পরিশোধন প্ল্যান্ট, সাবস্টেশন, ইআই বিল্ডিং এবং সোলার প্ল্যান্টের সুবিধা থাকবে। যাত্রীদের যাতায়াতের জন্য যথেষ্ট জায়গায় এবং পর্যাপ্ত আলো থাকবে।

আরও পড়ুন : লোকাল ট্রেন নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ! এই নিয়ম না মানলে হবে কঠিন শাস্তি

Indian Railways

আরও পড়ুন : ট্রেনের টিকিট বাতিল করবেন কীভাবে? জানুন ভারতীয় রেলের নিয়ম

এইভাবে স্টেশনগুলোর উন্নয়ন করা হলে যাত্রীরা তো বিশেষ বিশেষ সুবিধা পাবেনই। সেই সঙ্গে অনেক নতুন কর্মসংস্থান হবে। স্টেশনের উন্নতি হলে আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি হবে। যোগাযোগ এবং আর্থিক ক্ষেত্র এর থেকে লাভবান হবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ।