বর্ষায় ঘোরার জন্য ভারতের সেরা ১০টি জায়গা, একবার গেলে বারবার যাবেন

Published on:

Top 10 National Parks In India

জুলাই মাস চলছে এখন। বর্ষাও শুরু হয়ে গিয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। এই সময়টা যদি প্রকৃতির সান্নিধ্যে বর্ষা উপভোগ করতে চান তাহলে বাড়িতে বসে থাকবেন না। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন পাহাড়, জঙ্গল কিংবা সমুদ্রে। যদি বন্যপ্রাণী এবং জঙ্গল আপনার পছন্দের বিষয়বস্তু হয়ে থাকে তাহলে ঘুরে নিন ভারতের এই ১০ জঙ্গল। এখন অভিজ্ঞতা জীবনেও ভুলবেন না।

বান্ধবগড় ন্যাশনাল পার্ক

এই অভয়ারণ্য রয়েছে মধ্যপ্রদেশে। এখানে বর্ষার সময় ঘন সবুজে ভরে যায় জঙ্গল। এখানে অন্ততপক্ষে ৩৭ প্রজাতির বন্যপ্রাণী দেখতে পাবেন। এছাড়া ২৫০ প্রজাতির পাখি দেখতে পাবেন। তিন ঘন্টার জঙ্গল সাফারির জন্য পারমিট বাবদ ২,০৫০ টাকা খরচ হবে।

 Ranthambore National Park

রণথম্বর ন্যাশনাল পার্ক

এখানে প্রচুর বাঘ, চিতাবাঘ, বন্য বিড়াল দেখতে পাবেন। জিপে করে তিন ঘন্টার জঙ্গল সাফারির জন্য ১ হাজার ২৫০ টাকা খরচ হবে।

জিম করবেট ন্যাশনাল পার্ক

ভারতের সবথেকে প্রাচীন অভয়ারণ্য এটি। এখানে জঙ্গলের মধ্যে ঝিরনা জোন, সীতাবাণী জোনে ঘোরার অনুমতি পাবেন। জঙ্গলের মধ্যে হরিণ, অ্যান্টিলোপ, শুয়োর দেখতে পাবেন। ৪ ঘন্টা জঙ্গল সাফারির জন্য ২,৮০০ টাকা খরচ হবে।

Bandipur National Park

বন্দিপুর ন্যাশনাল পার্ক

কর্নাটকের বন্দিপুর ন্যাশনাল পার্কে বাঘ, চিতাবাঘ, স্লথ, ভাল্লুক ও বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন। এখানে দু’ঘণ্টা ঘোরার জন্য ২৫০ থেকে ৩০০ টাকার টিকিট কাটতে হয়।

কাবিনি ন্যাশনাল পার্ক

এখানে বাঘ, চিতা বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণীদের দেখা পাবেন। দু’ঘণ্টা ঘোরার জন্য ২৫০ থেকে ৩০০ টাকা খরচ হবে মাথাপিছু।

 Madhav National Park

মাধব ন্যাশনাল পার্ক

গোয়াতে রয়েছে এই জঙ্গল। এখানে জঙ্গলের মধ্যে ওয়াটার রাফটিং, ট্রেকিং রক ক্লাইম্বিং করতে পারবেন। একই সঙ্গে জঙ্গল দেখা এবং অ্যাডভেঞ্চার হয়ে যাবে।

কানহা ন্যাশনাল পার্ক

মধ্যপ্রদেশে অবস্থিত কানহা ন্যাশনাল পার্ক খুবই বিখ্যাত একটি অরণ্য। এখানে শালবন এবং তৃণভূমি রয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ, বুনো শুয়োর, চিতা বাঘের দেখা পাওয়া যায়। তিন ঘন্টা ঘোরার জন্য পারমিট ফি হিসেবে ২,০৫০ টাকা লাগে।

Nagarhole National Park

নাগারহোল ন্যাশনাল পার্ক

কর্নাটকের এই আরেকটি ন্যাশনাল পার্কে জঙ্গলের মধ্যে হরেক রকমের উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাবেন। এখানে বাঘ, এশিয়াটিক হাতি দেখতে পাবেন। দু’ঘণ্টার জঙ্গল সফরের জন্য ২৫০ থেকে ৩০০ টাকা টিকিট কাটতে হবে।

পেরিয়ার ন্যাশনাল পার্ক

কেরালার এই ন্যাশনাল পার্কে হাতি, বাঘ এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন। সবুজ বন, তার মধ্যে হরেক রকমের বন্যপ্রাণীর দেখা পাওয়া যাবে। দু’ঘণ্টার সফরের জন্য ২৫০ থেকে ৩০০ টাকা খরচ হবে।

Satpura National Park

সাতপুরা ন্যাশনাল পার্ক

মধ্যপ্রদেশে অবস্থিত এই ন্যাশনাল পার্ক বর্ষার সময় ঘোরার জন্য বেশ উপযুক্ত। এখানে হরেক রকমের উদ্ভিদ এবং বন্যপ্রাণীর দেখা পাবেন। তিন ঘণ্টা ঘোরার জন্য ২,০৫০ টাকা পারমিট নিতে হয়।