বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়! বন্ধ একাধিক রাস্তা, কীভাবে যাবেন দার্জিলিং?

Published on:

Landslides On 10 Number National Highways Know Details

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বারবার ধ্বস নামছে পাহাড়ে, যে কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে পাহাড়ের রাস্তায়। বেশ কিছু মানুষের মৃত্যুও হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে বাংলা থেকে সিকিম যাওয়ার পথ ১০ নম্বর জাতীয় সড়ক। শুধু সিকিম নয়, কালিম্পং এবং দার্জিলিং শহরও পড়েছে যাতায়াতের সমস্যায়। ভারী বৃষ্টি এবং ধ্বসের কারণে দার্জিলিংয়ের একাধিক জায়গাতে যাতায়াত বন্ধ রয়েছে।

৬ জুলাই জিটিএ এর তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে ভারী বৃষ্টি এবং ধ্বসের কারণে দার্জিলিংয়ের রক গার্ডেন সহ গঙ্গা মায়া পার্ক বন্ধ রাখা হয়েছে আপাতত। সিকিমে ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর অনেক বেড়েছে। যে কারণে জাতীয় সড়কের ক্ষতি হয়েছে। শেতিঝোরা থেকে চিত্রে যাওয়ার ১৯ মাইলের পথ বন্ধ হয়ে গিয়েছে।

Darjeeling

আপাতত রবিঝোরা থেকে তিস্তা বাজার যাওয়ার পথে সংস্কারের কাজ চলছে। যে কারণে এই পথ বন্ধ রাখা হয়েছে। তবে শিলিগুড়ি থেকে পানবুর হয়ে কালিম্পং যাওয়ার রাস্তা এখন খোলা। অন্যদিকে রংপো থেকে লাভা হয়ে মানসং যাওয়ার রাস্তাও খোলা রয়েছে। পথ বাতিলের কারণে এবং বিপর্যয়ের কারণে উত্তর বঙ্গের বুকিং বাতিল করছেন পর্যটকরা।

প্রধানত জুন-জুলাই মাসে উত্তরবঙ্গে পর্যটকদের প্রচুর ভিড় থাকে। কিন্তু বিপর্যয়ের কারণে দার্জিলিং, কালিংপং থেকে শুরু করে সিকিম, উত্তরবঙ্গের সফর বাতিল করছেন পর্যটকরা। এদিকে এই কারণে আপাতত ৫০ কোটি টাকার ব্যবসা হয়েছে পর্যটনে এমনটাই জানিয়েছে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল এন্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।

আরও পড়ুন : সেলফি জোন থেকে আধুনিক টয়ট্রেন! দার্জিলিংয়ে চালু হল একাধিক মজাদার পরিষেবা

sikkim

আরও পড়ুন : পাহাড়-জঙ্গল থেকে সমুদ্র! জুলাইতে বেড়ানোর জন্য বাংলার সেরা ৯টি জায়গা

এখন জাতীয় সড়কের পরিস্থিতি এতটাই খারাপ যে তার উপর দিয়ে গাড়ি চালানো যাচ্ছে না। আর জাতীয় সড়ক বন্ধ মানে উত্তরবঙ্গ একপ্রকার বিচ্ছিন্ন। যতদিন না পর্যন্ত বিপর্যয় কাটিয়ে উঠে রাস্তা সংস্কার করা যাচ্ছে ততদিন পর্যটকরা উত্তরবঙ্গে যেতে চাইছেন না। এর ফলে ব্যাপক মার খাচ্ছে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা।