নায়াগ্রা জলপ্রপাত নিজের চোখে দেখার সাধ প্রায় সকলেরই রয়েছে। কিন্তু সেই ইচ্ছে পূরণ করার মত সাধ্য সকলের থাকে না। আর বিদেশে যাওয়ার ঝামেলাও প্রচুর। কিন্তু কি দরকার বিদেশে যাওয়ার যেখানে ভারতেই রয়েছে এমন সুন্দর সুন্দর জায়গা। ভারতের ছত্রিশগড় রাজ্যে যদি যান তাহলে নায়গ্রা জলপ্রপাত দেখার সাধ কিছুটা হলেও মিটবে।
ছত্রিশগড় জেলাতে রয়েছে একাধিক জলপ্রপাত। এখানকার ইন্দ্রাবতী নদী থেকে সৃষ্টি হয়েছে চিত্রকোট জলপ্রপাত। উঁচু পাহাড় থেকে ইন্দ্রাবতী নদী যখন পাথরের মাটিতে আছড়ে পড়ে তখন তার যে শব্দ তাতে কান পাতাই হবে দায়। দেখতে হলে আপনাকে যেতে হবে ছত্রিশগড়ের জগদলপুরে। বর্ষার সময় গেলে আরও ভাল ভিউ পাবেন।
জগদলপুর শহরের পশ্চিমে ৩৮ কিলোমিটার দূরেই রয়েছে চিত্রকোট জলপ্রপাত। প্রায় ১০০ ফুট উচ্চতা থেকে নদীর জল যখন মাটিতে পড়ে তখন আশেপাশে চারিদিক বাষ্পে ভরে যায় তবে শুধু চিত্রকোট নয়। এখানে এলে আপনি তিরথগড় জলপ্রপাতেরও খোঁজ পাবেন। তার দূরত্ব খুব বেশি নয়।
জগদলপুর থেকে ৩৫ কিলোমিটার দূরে ৩০০ ফুট উঁচু পাহাড়ে কাঙের নদী থেকে তিরথগড় জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এখানে মোট পাঁচটি জলপ্রপাত পাবেন। চিত্রকোট ও তিরথগড় ছাড়াও দেখতে পাবেন তামড়া ঘুমর, মণ্ডবা ও চিত্রধারা। কেবল একদিনেই আপনি এই পাঁচটি জলপ্রপাত দেখে ফেলতে পারবেন।
আরও পড়ুন : প্রাকৃতিক সুইমিং পুলে ডুব দিলেই জুড়োবে প্রাণ! বেড়িয়ে আসুন এই ৪ জায়গা
আরও পড়ুন : মহারাষ্ট্রের এই ৭ ঝর্ণা না দেখলেই চরম মিস, ঘুরে আসুন ভরা বর্ষায়
ট্রেনে কিংবা বিমানে বিশাখাপত্তনমে নামতে হবে। তারপর সেখান থেকে সড়কপথে জগদলপুর যেতে হয়। হাওড়া থেকে গেলে সমলেশ্বরী এক্সপ্রেস ধরতে হবে। এই ট্রেন সরাসরি আপনাকে জগদলপুরে নিয়ে যাবে। ছত্রিশগড়ে আপনি চিত্রকোট জলপ্রপাতের পাশে রিসোর্ট পাবেন থাকার জন্য।