চলন্ত ট্রেনেই পাওয়া যাবে খাবার! শুধু সেভ রাখুন এই নম্বর

Published on:

How To Order Food By Online From IRCTC

দূরপাল্লার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে বাড়ি থেকেই খাবার বয়ে নিয়ে যেতে হয় যাত্রীদের। আর নয় তো স্টেশন চত্বরে কোনও খাবার দোকান থেকে খাবার কিনতে হয়। কিন্তু জানেন কি ভারতীয় রেল যাত্রীদের যাতায়াতের পাশাপাশি খাওয়া-দাওয়ারও দায়িত্ব তুলে নিয়েছে কাঁধে? এখন আর ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে খাবার নিয়ে ভাবনা করতে হবে না। কারণ রেল নিজেই আপনাকে খাবার দেবে। কীভাবে? জেনে নিন।

ভারতীয় রেলে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের সুযোগ-সুবিধা দিতে সর্বদা তৎপর রেল কর্তৃপক্ষ। তার মধ্যে অন্যতম এবার খাবার পরিবেশন। রেলের যাত্রীদের জন্য এবার অনলাইনে খাবার অর্ডার করার পরিষেবা চালু হয়েছে। আপনি চাইলে ট্রেনে বসে বসেই অনলাইনে খাবার অর্ডার করে ফেলতে পারবেন। আপনার কাছে পৌঁছে যাবে আপনার পছন্দমতো খাবার।

ecatering

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন ই-ক্যাটারিংয়ের নতুন ব্যবস্থা চালু করেছে। খাবার অর্ডার করার জন্য আপনাকে ITCTC এর অফিসিয়াল ওয়েবসাইট www.ecatering.irctc.co.in থেকে অর্ডার করতে হবে। কোন অ্যাপ বা ওয়েবসাইট থেকে খাবার নিতে চাইলে আপনার ১০ সংখ্যার পিএনআর নম্বর জানাতে হবে।

এরপর ওয়েবসাইটে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন স্টেশন থেকে খাবার নিতে চান। এইভাবে সব তথ্য দিয়ে আপনি অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন। ট্রেন নির্দিষ্ট স্টেশনে পৌঁছালে আপনার কাছে খাবার পৌঁছে যাবে। তবে আপনি যদি ফোন করে খাবার বুক করতে চান তাহলে সেই উপায়ও রয়েছে।

আরও পড়ুন : ১০,০০০ টাকা নগদ পুরস্কার দেবে ভারতীয় রেল! করতে হবে এই একটি ছোট্ট কাজ

ecatering

আরও পড়ুন : কলকাতা থেকে সরাসরি দীঘা! চালু হল স্পেশাল ট্রেন, দেখুন সময়সূচী

১৩২৩ এই নম্বরে ডায়াল করে আপনি খাবার অর্ডার করতে পারবেন। সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যায়। এছাড়া আপনি ৮৭৫০০০১৩২৩ নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করেও খাবার অর্ডার করতে পারবেন। এই তিন উপায়ে আপনি ট্রেনে বসে বসে খাবার অর্ডার করতে পারবেন।