লাইনে দাঁড়ানোর দিন শেষ! বাড়িতে বসেই এইভাবে কাটুন ট্রেনের টিকিট

Published on:

How To Book Train Ticket By UTS

বর্তমান সময়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাজ করার দিন প্রায় শেষ। অনলাইনে এখন খুব সহজেই সব কাজ করে ফেলা যায়। যেমন ট্রেনের টিকিট মাত্র কয়েক মিনিটে কেটে ফেলা যাবে অনলাইনে। যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল এবার নতুন UTS পরিষেবা শুরু করল। UTS On Mobile অ্যাপ্লিকেশন মারফত মোবাইল ফোন থেকেই আপনি লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন। কীভাবে? দেখুন পদ্ধতি।

UTS -এর মাধ্যমে কীভাবে ট্রেনের টিকিট কাটবেন?

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী, উইন্ডোজ এবং আইওএস স্মার্টফোন ব্যবহারকারীরা এই পরিষেবা পেতে পারেন। এর জন্য আপনাকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে UTS On Mobile অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তারপর ধাপে ধাপে টিকিট বুক করতে হবে এইভাবে।

  • UTS On Mobile অ্যাপ্লিকেশন খুলুন।
  • প্রয়োজনীয় তথ্য লিখে Sign Up করুন।
  • Log In করে Normal Book অপশন ক্লিক করুন।
  • Book Ticket অপশনে ক্লিক করুন।
  • উপরের দিকে Book And Travel ক্লিক করে Continue করুন।
  • আপনি যে স্টেশন থেকে পরবর্তী স্টেশনে যেতে চান সেই দুটো স্টেশনের নাম নির্বাচন করুন।
  • Proceed অপশনে ক্লিক করুন।
  • কটা টিকিট বুক করতে চান লিখুন।
  • Get Fair নির্বাচন করুন এবং চেক করার পর Book Ticket অপশনে ক্লিক করুন।
  • পেমেন্টের জন্য আর ওয়ালেটে আগে থেকেই টাকা রাখতে হবে। টিকিট কাটার সময় সেখান থেকে টাকা কেটে নেওয়া হবে।
  • টিকিট দেখার জন্য অ্যাপ্লিকেশনটির হোম পেজে এসে Booking Histry তে ক্লিক করুন।

আরও পড়ুন : ১৬ ঘন্টা নয়, এবার মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাবেন সিকিম, খুলে গেল নতুন রাস্তা

এইভাবে অনলাইনে টিকিট কাটলে হার্ডকপি ছাড়াই যাত্রীরা যাতায়াত করতে পারবেন ট্রেনে। আপনার কাছে টিকিট দেখতে চাওয়া বলে আপনি শো টিকিট অপশন ক্লিক করে আপনার অনলাইন টিকিটটি দেখাতে পারবেন।

আরও পড়ুন : আপ এবং ডাউন ট্রেন মানে কী? কীভাবে ট্রেনের ‘আপ’ এবং ‘ডাউন’ ঠিক করা হয়?

বর্তমানে পূর্ব রেলের তরফ থেকে টিকিট বুকিং এর সময় UTS ব্যবহারের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে প্রচার চালানো হচ্ছে। শিয়ালদহ ডিভিশনের বারাসত, বামনগাছি, হাবড়া, হাসনাবাদ, বসিরহাট, হারুয়া রোড, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, নৈহাটি, রানাঘাট প্রভৃতি এলাকা, আসানসোল ডিভিশনের দুর্গাপুর, অন্ডাল, আসানসোল স্টেশনে, হাওড়া ডিভিশনের মগরা, বর্ধমান, ডানকুনি ও কামারকুন্ডু স্টেশন, মালদহ ডিভিশনের মালদহ, নিউ ফরাক্কা, ভাগলপুর ও সুলতানগঞ্জ স্টেশনে রেলকর্মীরা প্রচার চালাচ্ছেন।