এবার দীঘা ভক্তদের জন্য এল একটা বড় সুখবর। এই বর্ষার মরসুমে যারা দীঘা যেতে চান তাদের জন্য স্পেশাল ট্রেন চালু হল। সপ্তাহে দুদিন ছাড়বে এই স্পেশাল ট্রেন। পূর্ব রেলের তরফ থেকে সম্প্রতি এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আরও বেশি সংখ্যক যাত্রী দীঘাতে পারবেন। তাও আবার সরাসরি। জেনে নিন এই দুটি নতুন ট্রেনের সময়সূচী।
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে জুলাই মাসে কলকাতা থেকে দীঘা পৌঁছানোর জন্য দুটি স্পেশাল ট্রেন চালু করা হবে। ৭ই জুলাই অর্থাৎ রবিবার থেকে শুরু হয়ে যাবে পরিষেবা। সপ্তাহে দুদিন করে অর্থাৎ শনিবার এবং রবিবার এই ট্রেন ছাড়বে। তবে স্পেশাল ট্রেন যেহেতু, তাই এই পরিষেবা দীর্ঘস্থায়ী হবে না। জুলাই মাসের জন্য কলকাতা থেকে দীঘা সরাসরি স্পেশাল ট্রেন চালু থাকবে।
৭ই জুলাই থেকে ২৮ শে জুলাই পর্যন্ত চালু থাকবে কলকাতা থেকে দীঘা স্পেশাল ট্রেন। এই ট্রেন কলকাতা স্টেশন থেকে প্রত্যেক শনিবার এবং রবিবার দুপুর ২ টোর সময় ছাড়বে। তারপর দীঘাতে পৌঁছাবে সন্ধ্যা ৬.৫০ মিনিটে। আবার দীঘা থেকে এই দুটি ট্রেন সন্ধ্যে ৭.১০ মিনিটে ছাড়বে। কলকাতায় এসে পৌঁছাবে রাত ১১.৫৫ মিনিটে।
যাওয়া এবং আসার পথে ট্রেন দুটি আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে থামবে। ৩০০০ বার্থ এবং ১০ হাজার আসন বিশিষ্ট এই ট্রেন চালানো হবে। ট্রেনের নাম ০৩১৬১ কলকাতা-দীঘা স্পেশাল ট্রেন। ট্রেনে সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি, জেনারেল কোচ পাবেন।
আরও পড়ুন : মাত্র ৪৫ টাকায় ঘুরে আসুন দীঘা! এক ধাক্কায় কমে গেল দীঘা বেড়ানোর খরচ!
আরও পড়ুন : কবে খুলবে দীঘার জগন্নাথ মন্দির? বড় আপলোড দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কলকাতা থেকে সরাসরি দীঘা যাওয়ার জন্য এই স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। আপাতত কেবল এক মাসের জন্য পরিষেবা পাওয়া যাবে। বর্ষার মরসুমে যারা সমুদ্র দর্শন এবং সি ফুডের আস্বাদ নিতে চান তারা এই সুযোগ মিস করবেন না যেন।